২০২৩ সালের সরস্বতী পুজোর তারিখ, তিথি সময় ও পুজোর প্রয়োজনীয় সামগ্রীর তালিকা দেখে নিন। হলদে শাড়ি আর পাঞ্জাবি পাজামা পরে সক্কাল সক্কাল অঞ্জলী দেওয়া ঘিরে বাঙালির চিরাচরিত আবেগে প্রতিবারই উস্কানি দেয় বসন্ত পঞ্চমী। মাঘের এই বিশেষ তিথিতে আয়োজিত হয় সরস্বতী পুজো।
1/5পঞ্জিকা মতে ২০২৩ সালের সরস্বতী পুজোর তারিখ পড়েছে জানুয়ারি মাসের শেষের দিকে। ফলে হলদে শাড়ি, আর পাঞ্জাবি পায়জামা পরে অঞ্জলি দেওয়ার দিন এগিয়ে এল। মাঘের শুক্লা পঞ্চমী তিথিকে উপলক্ষ্য করে বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় আর কয়েকদিন বাদেই ব্যস্ত থাকবে গোটা বাংলা। দেখে নেওয়া যাক ২০২৩ সালে সরস্বতী পুজোর তারিখ, তিথি এবং পুজো আয়োজনে সামগ্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5সরস্বতী পুজোর তারিখ ও তিথি- ২০২৩ সালে সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। বাংলায় ১১ মাঘ পড়েছে পুজোর তিথি। এই তিথি পড়ছে ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা থেকে। ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা বেজে ২০ মিনিট ১১ সেকেন্ডে এই তিথি পড়েছে। ২৬ জানুয়ারি বিকেল ৪টে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত থাকবে এই তিথি।
3/5বাড়িতে সরস্বতী পুজো করার প্রয়োজনীয় সামগ্রী- জোড়া সিম, জোড়া কুল, অভ্র- আবির, আমের মুকুল,দোয়াত, খাগের কলম, দুধ, দুর্বা, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। এছাড়াও লাগবে, সাদা কাপড়, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল ,ধানের শিষ, পাঁচ ধরনের ফল, ফলে কলা ও নারকেল আবশ্যিক। থাকতে হবে ঘট,পান, সুপারি, ধূপ, প্রদীপ।
4/5সরস্বতী পুজোর প্রথম মন্ত্র- প্রথমেই দেখা নেওয়া যাক প্রণাম মন্ত্রটি। সেটি হল- ‘নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।’এরপর রয়েছে সরস্বতী পূজার মন্ত্র।
5/5সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলী মন্ত্র- ‘ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। নমঃ সরস্বত্যৈ নমো, নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নম নমোঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলী সরস্বতৈ নমঃ।।এই বিশেষ মন্ত্রে তিনবার উচ্চারণ করে অঞ্জলী দেওয়ার রীতি প্রচলিত।