নটি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে চলে। প্রতিবছর রাশি পরিবর্তন করে না শনিগ্র। প্রায় আড়াই বছর পর শনির রাশি পরিবর্তন ঘটে। আর এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু রাশির ওপর শনির সাড়ে সাতি ও শনির ঢাইয়ার প্রভাব পড়ে। বর্তমানে শনির সাড়ি সতির প্রভাব পড়ছে ধনু, কুম্ভ ও মকর রাশির জাতকদের ওপর। ২০২২ সলে ২৯ এপ্রিল শনি ফের তাঁর স্থান পরিবর্তন করবে। তখন ধনু রাশির জাতকরা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। একইভাবে মিথুন ও তুলা রাশির জাতকরা শনির ঢাইয়ার প্রভাবে পিড়ীত। আপাতত শনি মকর রশিতে বিরাজমান। মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শনি চলে গেলেই তুলা রাশির জাতকরা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন।
শনিরা মহাদশার প্রভাব পড়বে এই রাশির ওপর
শনির রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের ওপর সাড়ে সাতির প্রভাব পড়বে। শনির সাড়ে সাতি ও শনির ঢাইয়া যে রাশিগুলোর ওপর পড়বে সেই রাশির জাতকরা আর্থিক, মানসিক ও শারীরিক দিক থেকে ক্ষতির মুখে পড়তে পারেন।
ধনু, কুম্ভ ও মকর রাশি কোন ধাপে রয়েছে?
বর্তমানে ধনু রাশির ওপর শনির সাড়ি সাতির তৃতীয় ধাপ বা চরণ চলছে। এর ফলে এই রাশির জাতকরা ধীরে ধীরে শনির কোপ থেকে মুক্তি পাবেন। মকর রাশির ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় ধাপ চলছে। যার ফলে এই রাশির জাতকদের খুব সতর্ক থাকা দরকার। আর কুম্ভ রাশি রয়েছে শনির সাড়ে সাতির একদম প্রথম ধাপে। তাই কুম্ভরাশির জাতকদের বিপদ সব থেকে বেশি।
শনির খারাপ প্রভাব থেকে বাঁচতে কী করবেন?
প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। কিছু দান করুন। সঙ্গে হনুমান ও ভগবান শংকরের পুজো করলেও শনিদেব তুষ্ট হন।