Shukra Gochar into Aquarius: শুক্র ঐশ্বর্য ও অর্থের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৩ সালের শুরুতেই সেই শুক্র গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছেন। প্রবেশ করবেন কুম্ভ রাশিতে। সেই গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসবে, তা দেখে নিন -
1/5আগামী ২২ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শুক্র রাশি। যে গ্রহকে অর্থ, ঐশ্বর্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র এবং শনির মধ্যে মিত্রতা আছে। সেই পরিস্থিতিতে শনির স্বরাশি কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশের ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসবে।
2/5বৃষ রাশি- কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশের ফলে বৃষ রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভবান হতে পারে। বৃষ রাশির জাতকদের আয় বাড়বে। আয়ের নয়া উৎস তৈরি হতে পারে। চাকরিতে শুভ যোগ তৈরি হবে। উন্নতি হবে চাকরিতে। ব্যবসায় যদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তাতেও সাফল্য লাভ করবেন বৃষ রাশির জাতকরা।
3/5বৃশ্চিক রাশি- ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে নয়া সুযোগ আসবে। কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের লাভের প্রবল যোগ আছে। ভাগ্যের পুরো সহায়তা পাবেন। যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের সামনে সেই স্বপ্নপূরণের বড় সুযোগ আসবে। সার্বিকভাবে কেরিয়ারের নিরিখে শুভ ফল লাভ করতে পারেন।
4/5মকর রাশি- শুক্রের গোচরের ফলে মকর রাশির জাতকরা শুভ সময় কাটাবেন। এই সময় আকস্মিক অর্থলাভ হতে পারে মকর রাশির জাতকদের। যে টাকা ধার দিয়েছিলেন, তা ফেরত পেতে পারেন। আয় বৃদ্ধির যোগ আছে। যাঁরা অবিবাহিত, তাঁদের জীবনে নতুন কোনও সম্পর্ক আসতে পারে। নয়া সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ওই মকর রাশির জাতকরা।
5/5কুম্ভ রাশি- কুম্ভ রাশিতেই গোচর করবেন শুক্র। তাই শুক্রের গোচরের ফলে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরাও। তাঁদের আয় বৃদ্ধির যোগ আছে। আর্থিক সমস্যা কেটে যাবে। কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বড়সড় কোনও সুযোগ মিলতে পারে।