Surya Gochar 2023 into Pisces: প্রতি মাসেই রাশি পরিবর্তন করেন সূর্য। এই মাসে সূর্যের রাশি পরিবর্তনের সময় এসে গিয়েছে। দু'দিন পরেই মীন রাশিতে প্রবেশ করবেন সূর্য। তারপর আগামী ১৪ এপ্রিল দুপুর পর্যন্ত ওই রাশিতেই থাকবেন। ওই সময় কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, তা দেখে নিন -
1/5আগামী বুধবার (১৫ মার্চ) সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধবার সকাল ৬ টা ৪৭ মিনিটে সূর্যের গোচর হবে। কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।
2/5বৃষ রাশি- মীন রাশিতে সূর্যের গোচরের ফলে বৃষ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিতে সুখবর মিলবে। নয়া কোনও দায়িত্ব পেতে পারেন বৃষ রাশির জাতকরা। ব্যবসায় মুনাফার সুযোগ বৃদ্ধি পাবে। কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে।
3/5সিংহ রাশি- সূর্যের গোচরের ফলে সিংহ রাশির জাতকদের চাকরির ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন আসতে পারে। নয়া কোনও কাজ শুরু করতে পারেন সিংহ রাশির জাতকরা। যাঁরা চাকরি করেন, তাঁরা এমন কোনও কাজ করেন, যা প্রশংসিত হবে। সেই কাজে অভাবনীয় সাফল্য মিলবে। ব্যবসায় বেশি লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির যে স্থানে সূর্যের গোচর হতে চলেছে, তাতে ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। কর্মক্ষেত্রে নয়া কোনও দায়িত্ব মিলবে। যা সাফল্যের সঙ্গে পালন করবেন। তার ফলে চাকরিতে উন্নতি হবে। ব্যবসায় মুনাফা হবে। নয়া কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে।
5/5ধনু রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে আচমকা হাতে টাকা আসবে। যে ধনু রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের আচমকা ধনপ্রাপ্তির সুযোগ আরও বেশি। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। তার ফলে ধনু রাশির জাতকরা যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করবেন।