বাংলা নিউজ > ভাগ্যলিপি > Surya Grahan 2021: সূর্যগ্রহণের প্রভাবে সমস্যা বাড়বে ৬ রাশির জাতকদের জীবনে, আপনার কি হবে?

Surya Grahan 2021: সূর্যগ্রহণের প্রভাবে সমস্যা বাড়বে ৬ রাশির জাতকদের জীবনে, আপনার কি হবে?

৪ ডিসেম্বর অমাবস্যার দিনে বৃশ্চিক রাশি ও অনুরাধা নক্ষত্রে সূর্য গ্রহণ লাগবে।

আগামী ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্য গ্রহণ সংগঠিত হতে চলেছে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না, ফলে মান্য হবে না সূতক কালও।

জ্যোতিষ অনুযায়ী গ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যক্তির জীবনে শুভ-অশুভ প্রভাব বিস্তার করে থাকে। আগামী ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্য গ্রহণ সংগঠিত হতে চলেছে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না, ফলে মান্য হবে না সূতক কালও। কিন্তু জ্যোতিষ গণনা অনুযায়ী গ্রহণের শুভ-অশুভ প্রভাব থেকেই যায়। যার ফলে ১২টি রাশির ওপরই ভালো-মন্দ প্রভাব পড়বে। কিন্তু ৬টি রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র। কারণ সূর্য গ্রহণের ফলে এই ৬টি রাশির ওপর অশুভ প্রভাব পড়বে। এ সময় নানান সমস্যায় তাদের জীবন ঘিরতে পারে।

মেষ- এই রাশির জন্য গ্রহণ অশুভ প্রমাণিত হবে। এ সময় স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ঘটনা, দুর্ঘটনা ও রোগ থেকে সতর্ক থাকুন। খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন।

কর্কট- সমস্ত ধরনের বিবাদ এড়িয়ে যান। বাচ্চাদের কারণে মনে অবসাদ থাকবে। পরিবারে কলহ বাঁধতে পারে।

তুলা- আপনার রাশির জন্য গ্রহণ অশুভ। বিবাদ এড়িয়ে যান। স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক নিয়ন্ত্রণ বজায় রাখুন। 

বৃশ্চিক- এই রাশিতেই সূর্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আপনার রাশির জন্য গ্রহণ মোটেও শুভ নয়। এ সময় মন অশান্ত থাকবে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন।

ধনু- আপনার রাশির জন্য গ্রহণ শুভ নয়। দৌড়ঝাপ বাড়বে, পাশাপাশি ব্যয় বৃদ্ধি হবে। আর্থিক লোকসানের যোগ রয়েছে।

মীন- চাকরিতে স্থান পরিবর্তনের যোগ সৃষ্টি হচ্ছে। পরিবারে কারও সঙ্গে বিবাদ হতে পারে।

বন্ধ করুন