Vastu tips for Bathroom: বাথরুমের কল থেকে জল পড়ে ... more
Vastu tips for Bathroom: বাথরুমের কল থেকে জল পড়ে মাঝে মাঝেই? বাড়ির কোন দিকে বাথরুম করেছেন? এই সব কিছুর উপরেই নির্ভর করছে সংসারের মঙ্গল অমঙ্গল।
1/6বাড়ির ছোট থেকে বড় জিনিসগুলি কোথায় কোথায় রাখছেন, তার উপর নির্ভর করছে বাড়ির কল্যাণ অকল্যাণ। তেমনই বাথরুমের অবস্থানে কোনও ভুল থাকলেও সমস্যা হতে পারে। জেনে নিন বাস্তুশাস্ত্রের মতামত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/6বাথরুমের সঠিক দিক: বাড়িতে বাথরুম তৈরির সঠিক দিক হল উত্তর পশ্চিম কোণ। কখনই বাড়ির উত্তর পূর্ব বা উত্তর দিকে বাথরুম করা ঠিক নয়। এতে বাড়ির উপর অমঙ্গলের ছায়া ঘনায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6স্নানের জায়গা বা শাওয়ার: বাথরুমে স্নানের জায়গা বা শাওয়ার উত্তর দিক করে রাখুন। এতে সংসারের কল্যাণ হয়। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6কল থেকে জল পড়া: বাথরুমের কল থেকে জল পড়ছে? এটি মোটেই ভালো লক্ষণ নয়। বাস্তুমতে, এতে সম্পত্তি ক্ষয়ের আশঙ্কা বাড়ে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6কাঁচের আয়না: বাথরুমে প্রসাধনের জন্য একটি আয়না রাখা হয়। তবে এই আয়না সবসময় পূর্বদিকে রাখাই ভালো। নয়তো বাস্তু মেনে উত্তর দিকেও রাখতে পারেন কাঁচের আয়না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/6তামার বস্তু: তামার বস্তু বাথরুমের কোথাও রাখবেন না। এতে সংসারের বিপদ বাড়তে পারে। তামার কোনও বস্তু রাখতে হলে বাথরুমের বাইরে রাখুন (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)