বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানালেন জ্যোতিষীরা।

মেষ- অধিক পরিশ্রম করতে হবে এবং তার ফলাফলও পাবেন। খেলোয়াড় ও প্রশাসনের সঙ্গে জড়িত জাতকদের সময় অনুকূল। কোনও বড়সড় কাজ সফল হতে পারে। পদোন্নতির ফলে গুরুত্বপূর্ণ পদ লাভ করতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। লগ্নির ফলে লাভ হবে। পড়ুয়ারা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারেন।

বৃষ- মানসিক চাপ থাকবে। চিন্তাভাবনা না করে কোনও নতুন কাজ হাতে নেবেন না। ভেবেচিন্তে শেয়ার বাজারে লগ্নি করবেন, না হলে লোকসান হতে পারে। আবশ্যক না হলে নতুন কাজ আপাতত বাতিল করুন। কাজে বৃদ্ধি হবে। 

মিথুন- সময় অনুকূল। ব্যবসায় ঝুঁকি নিতে পারেন। আকস্মিক বড়সড় লাভ হতে পারে। কাজ ও ব্যবসার দিক দিয়ে সময় অনুকূল। শেয়ার মার্কেটে লগ্নি করার জন্য সময় ভালো। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করবে। বড় কাজ পূরণ হতে পারে। ভেবেচিন্তে কাজ করলে সাফল্য লাভ করবেন।

কর্কট- সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত চ্যালেঞ্জপূর্ণ সময়। কাজের গতি বাড়বে। ব্যবসার জন্য সময় ঠিকঠাক। সপ্তাহের শেষের দিকে বড়সড় লাভ হতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। শেয়ার মার্কেটে লগ্নির জন্য সময় ঠিকঠাক। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করবে। 

বন্ধ করুন