বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- অধিক আবেগপ্রবণ হবেন না। সপ্তাহের মধ্যভাগে রোম্যান্টিক ও ভালোবাসাপূর্ণ কাটবে। শেষ সপ্তাহ পারিবারিক নিরাপত্তা ও চিন্তায় কাটবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- আর্থিক কাজ পূর্ণ করতে পারবেন এই সপ্তাহ। লগ্নির ফলে লাভ হতে পারে। আয়ের ক্ষেত্রে পরিবর্তন দেখা দিতে পারে। রাজকীয় কাজ থেকে লাভ হবে। পড়ুয়াদের সময় অনুকূল।

মিথুন (২২ মে - ২১ জুন)- সৌম্য ও জ্ঞানপূর্ণ সপ্তাহ। ব্যবসায় নতুন সাফল্য ও উন্নতি লাভ করবেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। নতুন বছর উপলক্ষে পুরনো অভ্যাস ত্যাগ করুন। উচ্চ আধিকারিকরা আপনার যোগ্যতা ও প্রতিভার পরীক্ষা নেবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- পড়ুয়ারা প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন। সাহিত্য, সংগীতে রুচির ফলে লাভ হবে। পারিবারিক বিষয় নতুন সূচনা করবেন। আটকে থাকা কাজ পূর্ণ হতে বিলম্ব হতে পারে।

বন্ধ করুন