বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

 

 

 

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- কর্মজীবন ভালো কাটবে। ক্লান্তি অনুভব করবেন। প্রচেষ্টার জন্য অধিক শক্তি ব্যয় করতে হবে, অবসাদ গ্রস্ত হয়ে পড়বেন। অবশেষে পছন্দমতো ফলাফল লাভ করবেন।

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- এ সময় জীবনে ওাঠা-নামা থাকবে। ব্যক্তিগত ও কর্মজীবন আগের মতোই কাটবে। আপাতত কোনও বড়সড় পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই বললেই চলে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- পরিস্থিতি, কর্মজীবন ও বিরোধীদের কথা চিন্তা করেই সময় কাটাবেন। পুরো সপ্তাহ বাইরের পৃথিবী থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। 

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- কর্মজীবনে কঠিন পরিস্থিতিতে পড়বেন। আগের মামলার সমাধানে সময় ব্যয় হবে। ব্যক্তিগত স্তরে কোনও পরিকল্পনা করতে ব্যস্ত থাকবেন। তৃতীয় ব্যক্তির কোনও পরামর্শ আপনার জন্য লাভজনক হবে।

বন্ধ করুন