কোজাগরী লক্ষ্মী পুজো বহু বাঙালি পরিবারের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিন রাত জেগে পুজো করার নিয়ম। কেন এই দিন রাত জেগে পুজো করা হয় জানেনশ? এর পিছনে রয়েছে পৌরাণিক ব্যাখ্যা। জেনে নিন সেই কাহিনি।
কথিত আছে ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ কে জেগে আছো। অর্থাৎ, কে জেগে আছো?
কথিত আছে, এই রাতে মর্ত্যে আসেন দেবী। যিনি রাত জেগে দেবীর পুজো করেন, মা লক্ষ্মী তাঁকে আশীর্বাদ করে যান ৷ এতে ধনলাভও হয়। যাঁর বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে দেবী প্রবেশ করেন না। এই কারণেই লক্ষ্মী পুজোর রাতে জেগে দেবীর পুজো করার রীতি প্রচলিত রয়েছে।
এমনও বলা হয়, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী রাতে খোঁজ নেন, কে জেগে আছেন? এই রাতে যাঁরা পাশা খেলেন, তাঁদের দেবী ধন-সম্পদ প্রদান করেন। একই ভাবে, অনেকে মনে করেন যে এই দিনে যদি কেউ অন্যের বাগান থেকে কিছু চুরি করেন, তাহলে দেবী তাঁকে আশীর্বাদ করবেন।
এই সব মিলিয়েই কোজাগরী লক্ষ্মী পুজো রীতিমতো দারুণ সব কাহিনিতে ভরা। বর্তমান সময়ে পাশা খেলা বা বাগান থেকে কিছু চুরি করার মতো বিষয়গুলি আর মানা হয় না ঠিকই। কিন্তু রাজ জেগে পুজো করার চল এখনও আছে বহু বাঙালি বাড়িতেই।
প্রথা মেনে বহু বাড়িতেই এখনও লক্ষ্মী মূর্তির বদলে দেবীর আরাধনা হয় সরায় আঁকা পটে ৷ বিশেষ রীতি মেনে, সরায় মা লক্ষ্মীর আদল ছাড়াও আঁকতে হয় ঝাঁপি, আয়না, চিরুনির ছবি।