বাংলা নিউজ > বাংলার মুখ > Cow Smuggling:গরুপাচারকারী সন্দেহ হতেই গুলি চালাল বিএসএফ, কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে আহত ১

Cow Smuggling:গরুপাচারকারী সন্দেহ হতেই গুলি চালাল বিএসএফ, কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে আহত ১

বিএসএফের গুলিতে আহত গরুপাচারকারী। প্রতীকী ছবি। (ANI)

ঘটনাটি ঘটেছে শনিবার ভোরবেলা। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীহাট গ্রামে এই গুলি চালনার ঘটনা ঘটে। জানা গিয়েছে, গ্রামের অশোকবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরুপাচার করছিল ওই পাচারকারী। জানা গিয়েছে, গরু পাচার হচ্ছে দেখা মাত্রই পাচারকারীদের ধাওয়া করেন বিএসএফ জওয়ানরা।

এবার ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীকে গুলি বিএসএফের। জানা গিয়েছে, এক অভিযুক্ত পাচারকারীর পায়ে গুলি লেগে তিনি আহত হয়েছে বলে । আহত ব্যক্তি ভর্তি হয়েছেন এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার ভোরবেলা। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীহাট গ্রামে এই গুলি চালনার ঘটনা ঘটে। জানা গিয়েছে, গ্রামের অশোকবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরুপাচার করছিল ওই পাচারকারী। জানা গিয়েছে, গরু পাচার হচ্ছে দেখা মাত্রই পাচারকারীদের ধাওয়া করেন বিএসএফ জওয়ানরা। জানা যায়, ১০ জনের একটি পাচারকারী দল সেখানে গরু পাচার চালাচ্ছিল বলে জানা যায়। এদিকে, বিএসএফ তাড়া করতেই ওই ১০ জন ছুটে পালাতে যায়। তখনই তাদের ধাওয়া করতে থাকে বিএসএফ। শেষে তাদের ধরে ফেলে বর্ডার সিকিউরিটি ফোর্স। তার আগে তাদের দিকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। সেই গুলির আঘাতে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে এক পাচারকারী। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম মহম্মদ আলাম। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে মহম্মদ আলামকে ভর্তি করা হয় স্থানীয় এমজে এম হাসপাতালে। জানা যাচ্ছে, আহত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা।

আহত মহম্মদ আলামের বাড়ি বাংলাদেশের লালমনিরহাটে। লালমনির হাট এলাকার ইসলামপুর ডাঙাপাড়ায় বসবাস আহতের। প্রশ্ন উঠছে, অভিযুক্ত ওই বাংলাদেশের বাসিন্দা কীভাবে ভারতে প্রবেশ করল? গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ। কোন পথে আলাম ভারতে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান গরু পাচারের উদ্দেশেই তার সীমান্তে ঘোরাঘুরি ছিল। আর আজও তেমন অবস্থাতেই ১০ জনের দলকে দেখা যায়। ঘোরাঘুরি সন্দেহজনক বুঝেই বিএসএফ গুলি চালায়। 

এদিকে পরে গরু পাচারের কথা নিজেই স্বীকার করেছে মহম্মদ আলম। সে জানায়,'আমি বাংলাদেশে পাথরের কাজ করি।' অভিযুক্ত আলমের দাবি, আগে কখনওই গরু পাচার করেনি সে, এই প্রথমবার এই ‘লাইনে আসি' বলে দাবি আলমের। সে জানায়, সীমান্তে একটি গরু পাচার করতে পারলে তার দাম ৫ হাজার টাকা মিলবে। সেই লোভেই এই পথ নেয় সে, বলে জানিয়েছে আলম।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন