বক্সায় শুরু হল বাঘসুমারি
1 মিনিটে পড়ুন . Updated: 15 Jan 2022, 09:21 PM IST- বক্সায় বাঘ গুনতে তৈরি করা হয়েছে মোট ৮০টি দল। প্রতিটি দলের হাতে থাকবে একটি করে কিট।
দু’দশক পর দেখা গিয়েছে বাঘ। সেই বক্সা অভয়ারণ্যে শুরু হল বাঘসুমারি। বনাঞ্চলের প্রতিটি বিটের প্রতিটি রেঞ্জে বিশেষ প্রযুক্তির সাহায্যে চলবে বাঘগণনা। সঙ্গে থাকবে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিও।
গোটা দেশে ইতিমধ্যে শুরু হয়েছে বাঘগণনা। সুন্দরবনেও শুরু হয়েছে ক্যামেরা ট্র্যাপ বসানোর কাজ। কিন্তু বক্সায় এবার উত্তেজনাটা অন্যরকম। মাত্র ১ মাস আগেই ক্যামেরা ট্র্যাপে দেখা গিয়েছে বাঘের ছবি। তাও আবার প্রায় ২০ বছর পর। তাই এবার বাঘসুমারিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন উত্তরবঙ্গের বনকর্তারা।
বক্সায় বাঘ গুনতে তৈরি করা হয়েছে মোট ৮০টি দল। প্রতিটি দলের হাতে থাকবে একটি করে কিট। তাতে রয়েছে বাঘ গণনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। একটি অ্যাপের মাধ্যমে জিপিএস ডেটা সহ সেই তথ্য তাঁরা পাঠাবেন দফতরে। এর ফলে দ্রুত শেষ করা যাবে গণনার কাজ। বাঘের সঙ্গে অন্য বন্যপ্রাণীও গণনা করবেন বনকর্মীরা।