বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NREGA workers in West Bengal: রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দেশের ১০০ আইনজীবীর

NREGA workers in West Bengal: রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দেশের ১০০ আইনজীবীর

রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দেশের ১০০ আইনজীবীর

১০০ দিনের বকেয়া টাকার দাবি জানিয়ে  ২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময়ের মধ্যে বকেয়া টাকা না দিলে নিজেই বড়সড় আন্দোলনে নামবেন তিনি বলে জানিয়েও ছিলেন মুখ্যমন্ত্রী।

গত দু'বছর ধরে পশ্চিমবঙ্গের  ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। অবিলম্বের সেই টাকা ক্ষতিপূরণ-সহ শ্রমিকদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে দিল সারা দেশের ১০০ আইনজীবী। 'নজর' নামে আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই চিঠি মন্ত্রকে পাঠানো হয়েছে। একই সঙ্গে ফের ১০০ দিনের কাজ প্রকল্প শুরু করার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, ১০০ দিনের বকেয়া টাকার দাবি জানিয়ে  ২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময়ের মধ্যে বকেয়া টাকা না দিলে নিজেই বড়সড় আন্দোলনে নামবেন তিনি বলে জানিয়েও ছিলেন মুখ্যমন্ত্রী। 

সোমবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন,  ‘‌১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। সাতদিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থাকবে!‌ এটা হবে না। এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। ১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধরনায় বসব।’‌ 

নারেগার জব কার্ড দুর্নীতির অভিযোগে টাকা আটকে রেখেছে কেন্দ্র। আইনজীবী সংগঠনের দাবি, দুনীতির তদন্ত করা আর শ্রমিকের অধিকার বজায় রেখে কাজের মজুরি দেওয়া, দুটি কখনও বিপরীত বিষয় হতে পারে না। অর্থাৎ একটিকে বজায় রেখে অন্যটিকে অস্বীকার করা কখন ও রাষ্ট্রের কর্তব্য হতে পারে না। 

পড়ুন। ‘‌২ তারিখ থেকে আমি নিজে ধরনায় বসব’‌, ১০০ দিনের কাজের টাকা নিয়ে চরম হুঁশিয়ারি মমতার

রাজ্যের শাসকদল ছাড়াও পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি-সহ একাধিক সংগঠন মনরেগার বকেয়া টাকা দাবিতে আন্দোলন চালাচ্ছে। তাদের অভিযোগ, জব কার্ড নিয়ে দুর্নীতি যদি হয়েই থাকে, তবে তদন্ত চলুক, কিন্তু তার জন্য সব শ্রমিকের টাকা আটকে রাখা যেতে পারে না। 

সংগঠনটির পক্ষ থেকে সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার কাটাখাল গ্রামে তথ্যনুসদ্ধানে যায়। সেখানে মনরেগা শ্রমিক সঙ্গে কথাও বলে তারা। তার ভিত্তিতে গ্রামোন্নয়ন মন্ত্রকে এই চিঠি দেওয়া হচ্ছে জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ কেন্দ্র ও রাজ্যের শাসকদলের মধ্যে 'লড়াইয়ে' কেন সাধারণ শ্রমিকের জীবন-জীবিকা নিয়ে টানাটানি হবে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.