আজ মোহনবাগানের ম্যাচ। আইএসএল ফাইনাল। তাও আবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কয়েক সপ্তাহ আগেই এই মাঠেই মুম্বইকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন শিবির। হাবাসের দল এবারে ছুটছে তেল খাওয়া মেশিনের মতো। একটা আধটা ম্যাচ স্প্যানিশ বস শরীর খারাপের জন্য ডাগআউটে ছিলেন না, তাতেই পয়েন্ট নষ্ট করেছিল সবুজ মেরুন। এরপর সাইড লাইনে ডাকসাইটে স্প্যানিশ ফিরতেই বাগানও ফিরেছে চেনা ছন্দে। ঘরের মাঠে প্রথমবার মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে। এরপর ওড়িশা এফসির বিপক্ষে তাঁদের ঘরের মাঠে গিয়ে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছিল শুভাশিস, পেত্রাতোসরা। অবশ্য কলকাতায় দ্বিতীয় লেগে সেই ব্যবধান মুছে ফেলে ওড়িশাকে গুঁড়িয়ে দিয়েছে সবুজ মেরুন। চলে এসেছে ফাইনালে। এবারও প্রতিপক্ষ সেই মুম্বই সিটি এফসি। একই দলকে পরপর দুবার হারানোর কাজটা কঠিন, কিন্তু মোহনবাগানের আদ্যপ্রান্ত ভক্তরা ভরসা করছেন হাবাসের মাঠের বাইরের স্ট্র্যাটেজি আর মাঠের ভিতর দিমির বুদ্ধিমত্তার ওপর।
আরও পড়ুন-ISL 2024-মুম্বইকে দু'বার হারানো সহজ হবে না, তবে ভারতীয় ব্রিগেড বাগানেরই সেরা- কিবু ভিকুনা
মাত্র দুদিন আগেই ফিরেছেন বিদেশ থেকে। মোহনবাগান অন্তঃ প্রাণ গায়ক জয় সরকার। এখনও পর্যন্ত বাগানের লাকি চার্ম বলা যায়। গতবার গোয়ায় গেছিলেন আইএসএল ফাইনালে, দলকে জিতিয়ে ফিরেছিলেন। ১৫ এপ্রিল গেছিলেন শিল্ড ফাইনাল দেখতে। যুবভারতীতে সেদিনও হাবাসের দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। অসুস্থ শরীর, ক্লান্তি ভাব রয়েছে। তারই মধ্যে সমর্থকরা বায়না ধরেছে পয়া জয়দা-কে মাঠে যেতেই হবে। অগত্যা, অসুস্থ শরীরেই তিনি আসছেন আজ মোহনবাগানের খেলা দেখতে।
আরও পড়ুন-এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের
HT বাংলাকে ম্যাচের আগে গায়ক জয় সরকার বললেন, ‘প্রচণ্ড গর্ব হচ্ছে, খেলা দেখে মন ভরে যাচ্ছে। হাবাসের মতো অসাধারণ কোচ। মোহনবাগানকে দেখে অপরাজিত মনে হচ্ছে, কিন্তু বেশি বলব না , যদি আবার চোখ লেগে যায়। তবে এই মোহনবাগানকে রোখা কঠিন। হাবাস যবে থেকে দায়িত্ব নিয়েছে, দলকে একদমই অন্যরকম লাগছে। দিমিত্রির মতো এত বুদ্ধিমান ফুটবলার আমি খুব কম দেখেছি। এত ক্ষিপ্রতার ফুটবলার মোহনবাগানে খুব কম দেখেছি আমি। যখন তখন যে কোনও জায়গা থেকে শট নিতে পারে। গোল করতে পারে, গোল করাতে পারে। আর মোহনবাগানের প্রতি খুব খুব কমিটেড। তাই আমার মনে হয় ব্যারেটো, সনি নর্ডির পর ওরই জায়গা হবে মোহনবাগান সমর্থকদের হৃদয়’।
আরও পড়ুন-ISL 2024-মোহনবাগান দল বানায় ট্রফি জয়ের জন্য, হাবাসের দর্শনেই বদলে গেছে বাগান-সঞ্জয় সেন
এক বছরে ট্রেবল জয় মানে তো বিশাল ব্যাপার। ডুরান্ড, লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি জিতলে রবিবাসরীয় মধ্যাহ্নভোজ কেমন হবে? প্রশ্ন শুনে এক মূহূর্ত অপেক্ষা না করে বাগানের এই অন্ধ ভক্ত তথা প্রখ্যাত সংগীত শিল্পী বলছেন, ' খুব গরম পড়েছে বটে। কিন্তু জিততে পারলে চিংড়ি মাছ খাওয়ার চিন্তা করবই। তবে শরীরটা ভালো নয়। সবে ফিরেছি বিদেশ থেকে। মাইনাস ওয়ান থেকে এসেছি, লন্ডন-মিউনিখে শো ছিল। আনফিট রয়েছি। কিন্তু সবাই বলছে যেতেই হবে আমায়। তাই কষ্ট করে হলেও মাঠে যেতে হবে। আর এটা একটা স্মরণীয় মূহূর্ত হতে চলেছে, তাই যে করেই হোক মাঠে যাব'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।