বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mayna Murder: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ৩

Mayna Murder: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ৩

ধৃতদের আদালতে পেশ করছে পুলিশ।

মৃতের পরিবারের দাবি, এদিন যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা যথেষ্ট প্রভাবশালী। তাই FIR নাম থাকলেও বাড়িতেই ছিলেন তাঁরা। অথচ তাদেরই গ্রেফতার করতে ৭ দিন লাগাল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সোমবার তমলুক আদালতে পেশ করে ৭ দিনের জন্য হেফাজতে চাইবে তারা।

ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আরও ৩ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বাকচার গোরামহল গ্রামে বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এতেই মৃতের পরিবারের প্রশ্ন, চার্জশিটে নাম থাকলেও প্রভাবশালী হওয়ায় বাড়িতে থাকলেও তাদের এতদিন গ্রেফতার করেনি পুলিশ।

রবিবার রাতে শ্যামাপদ মণ্ডল, সাগর মণ্ডল ও মধুসূদন সাহু নামে তিন জনকে গোরামহল গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চার্জশিটে নাম থাকলেও এতদিন তাদের গায়ে হাত দেয়নি পুলিশ। যদিও অন্য ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে ইটভাটায় অভিযান চালিয়ে।

মৃতের পরিবারের দাবি, এদিন যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা যথেষ্ট প্রভাবশালী। তাই FIR নাম থাকলেও বাড়িতেই ছিলেন তাঁরা। অথচ তাদেরই গ্রেফতার করতে ৭ দিন লাগাল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সোমবার তমলুক আদালতে পেশ করে ৭ দিনের জন্য হেফাজতে চাইবে তারা।

গত সোমবার পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকার বাকচার গোরামহল গ্রামে খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। সন্ধ্যা বেলায় তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। স্ত্রী বাধা দিলে বোমা ছোড়ে তারা। এই ঘটনায় ৩২ জনের নামে FIR দায়ের করেছে পরিবার। তাদের মধ্যে ৭ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

 

বন্ধ করুন