বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC workers join CPM: বারাসাতে TMC ছেড়ে CPM-এ যোগ দিলেন ৪০০ জন, ১২ বছর পর খুলল কার্যালয়

TMC workers join CPM: বারাসাতে TMC ছেড়ে CPM-এ যোগ দিলেন ৪০০ জন, ১২ বছর পর খুলল কার্যালয়

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ।

রাজ্যে তৃণমূল সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই শাসনে ঘাঁটি শক্ত করে তৃণমূল। অন্যদিকে, সিপিএম সেখানে মাটি হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। এরপরে বারাসাত ২ নম্বর ব্লকের শাসেন সিপিএমের অধিকাংশ কার্যালয় বন্ধ অথবা বেদখল হয়ে পড়ে রয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে আবারও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। শাসনে শাসক দল ছেড়ে সিপিএমে যোগ দিলেন তৃণমূলের বুথ সভাপতি সহ ৪০০ জন সক্রিয় কর্মী। স্বাভাবিকভাবে এর ফলে শক্তি বৃদ্ধি হল সিপিএমের। তবে এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। তাদের দাবি যারা দল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছেন তাদের অনেককেই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে দল থেকে বার করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এলাকার মাটি, জমি, ভেড়ি দখলে কোণঠাস হয়ে পড়া তৃণমূল কর্মীরা সিপিএমে যোগ দিয়েছেন। এই যোগদানের পরে শাসনে ১২ বছর পর খোলা হল সিপিএমের কার্যালয়।

প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই শাসনে ঘাঁটি শক্ত করে তৃণমূল। অন্যদিকে, সিপিএম সেখানে মাটি হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। এরপরে বারাসাত ২ নম্বর ব্লকের শাসেন সিপিএমের অধিকাংশ কার্যালয় বন্ধ অথবা বেদখল হয়ে পড়ে রয়েছে। তবে এলাকার মাটি, জমি, ভেড়ি দখলকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘ বছর ধরে। তার জেরে বিক্ষুব্ধদের একাংশ সিপিএমে যোগদান করে বলে খবর। শুক্রবার তৃণমূল কর্মীরা সিপিএমের যোগদানের পরে আমিনপুরে দলীয় কার্যালয় খোলা হয়। সূত্রের খবর, ওই কার্যালয়টি ১২ বছর ধরে বন্ধ ছিল। উল্লেখ্য, বারাসত ২ নম্বর ব্লকের রমাগাছি এলাকায় বুথ সভাপতি নজরুল ইসলাম, মদনপুরের তৃণমূল নেতা সহিদুল ইসলাম, আব্দুল সাত্তার প্রভৃতি নেতা তৃণমূলের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওই নেতারা ৪০০ জন কর্মী সমর্থককে নিয়ে সিপিএমে যোগদান করেছেন।

আব্দুল সাত্তারের অভিযোগ, তৃণমূল নেতাদের কথার মতো টাকা দিতে না পারায় তিনি সিপিএমে যোগ দিয়েছেন। সহিদুল ইসলাম দাবি করেছেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তিনি সিপিএমে যোগদান করেছেন। অন্যদিকে নজরুল ইসলামের অভিযোগ, তিনি দুর্নীতির সঙ্গে আপোস না করায় কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাই তিনি সিপিএমে যোগ দিয়েছেন।

সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেছেন, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই ৪০০ জন তৃণমূল নেতা কর্মী সিপিএমে যোগ দিয়েছেন। আহমদ আলি খান নামে আরেক সিপিএম নেতা জানিয়েছেন, ‘বারাসত ২ নম্বর ব্লকের দায়িত্ব পেয়ে তৃণমূলের ঘর ভেঙেছি। এবার তৃণমূলকে এলাকাছাড়া করব।’ যদিও বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। বারাসত ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শম্ভুনাথ ঘোষ জানিয়েছেন, যারা সিপিএমে গিয়েছেন তারা অনেকে দল থেকে বহিষ্কার হয়েছেন। এতে পঞ্চায়েত ভোটের কোনও প্রভাব পড়বে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন