আমফান ঝড়ের আড়াই মাস কেটে যাওয়ার পর ফের ক্ষতিপূরণের দাবি জানানোর সুযোগ পেয়েছেন পশ্চিমবঙ্গের ৮টি জেলার বাসিন্দারা। ক্ষতিপূরণের আশায় এসডিও, বিডিও অফিসে গত বৃহস্পতিবার ও শুক্রবার পরে লম্বা লাইন। কিন্তু এর একেবারে উল্টো ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের কয়েকটি বিধানসভা কেন্দ্রে। সেখানেও বিভিন্ন সরকারি অফিসের সামনে লাইন দিয়েছেন অনেকে। ক্ষতিপূরণের টাকা নিতে নয়, বরং ত্রাণের টাকা যাঁদের প্রয়োজন পড়েনি, তাঁরা টাকা ফেরত দিতে লাইনে দাঁড়ালেন।
পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ শিশির অধিকারী শনিবার এ ব্যাপারে বললেন, ‘ত্রাণ যাঁদের দরকারে লাগেনি তাঁদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে। রীতিমতো লাইনে দাঁড়িয়ে প্রায় ৫০০ জন আমফানের ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দিয়েছেন। ধাপে ধাপে আরও অনেকেই দেবেন। ইতিমধ্যে ৫ জন পঞ্চায়েত প্রধানকে দুর্নীতির অভিযোগে ছুটিতে যেতে বলা হয়েছে।’
যাঁরা টাকা ফেরত দিচ্ছেন, তাঁদের নামের তালিকা দেওয়া হচ্ছে রাজ্য কমিটিকে। এ ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানালেন শিশির অধিকারী। তিনি বলেন, ‘দলের নির্দেশিকা মেনেই আমরা কাজ করছি। লকডাউনের জেরে এখন নতুন কোনও কর্মসূচি নেই। তবে আমরা নতুন করে জেলা কমিটি গঠন করছি। জেলায় সংগঠন বাড়ছে।’