দু’চাকার বাহন চালকদের জন্য যেন বধ্যভূম হয়ে উঠেছে বনগাঁ ও লাগোয়া এলাকা। মঙ্গলবার ফের সেখানে এক দুর্ঘটনায় মৃত্যু হল এক বধূর। গুরুতর আহত তাঁর স্বামী। নিহতের নাম শ্রাবণী পাল। ছেলেকে স্কুলে দিয়ে স্বামীর মোটরসাইকেলে শিমুলতলায় বাড়ি ফিরছিলেন তিনি।
সবে ছেলে নতুন ক্লাসে উঠেছে। তাই মঙ্গলবার সকালে ছেলেকে বনগাঁর ছয়ঘরিয়ায় সেইন্ট জোসেফ স্কুলে দিতে স্বামী সৌমেন পালের সঙ্গে গিয়েছিলেন শ্রাবণী দেবীও। স্কুলে ছেলেকে দিয়ে ফেরার পথে যশোর রোডে উঠতেই পিছন থেকে তাদের ধাক্কা মারে পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাক। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন স্বামী স্ত্রী। এর পর শ্রাবণীদেবীকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত সৌমেনবাবুকে বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েক মাসে বনগাঁ ও লাগোয়া এলাকায় একের পর এক দুর্ঘটনায় বেশ কয়েকজন মোটরসাইকেল ও স্কুটার চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তমুখি ও সীমান্ত থেকে আসা ট্রাকগুলির চালকদের বেপরোয়া মনোভাবের জন্যই এই মৃত্যুমিছিল। ওদিকে পুলিশ যান নিয়ন্ত্রণের বদলে সীমান্তমুখি ট্রাক থেকে টাকা তোলায় বেশি ব্যস্ত। যার ফলে বনগাঁ শহরে সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরোতে হচ্ছে। একই অভিযোগ করেছেন নিহতের পরিজনরাও।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘাতক ট্রাকটিকে খুঁজে বার করার চেষ্টা চলছে। স্থানীয়রা বলছেন, বনগাঁ শহরের ২ দিকে ২ রকম সমস্যা। চাকদা রোড প্রশস্ত হওয়ায় সেখানে কেউ গতির সীমা মানেন না। আর যশোর রোডের পাশে বড় বড় গাছ থাকায় বড় লরি এলে অনেক সময় রাস্তা থেকে সরে যাওয়ার জায়গা পাওয়া যায় না। অবিলম্বে যশোর রোড প্রশস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।