বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bongaon: বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু বধূর

Bongaon: বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু বধূর

রাস্তায় স্ত্রীর দেহের সামনে বিলাপ করছেন স্বামী। ইনসাটে নিহত শ্রাবণী পাল। 

সবে ছেলে নতুন ক্লাসে উঠেছে। তাই মঙ্গলবার সকালে ছেলেকে বনগাঁর ছয়ঘরিয়ায় সেইন্ট জোসেফ স্কুলে দিতে স্বামী সৌমেন পালের সঙ্গে গিয়েছিলেন শ্রাবণী দেবীও। স্কুলে ছেলেকে দিয়ে ফেরার পথে যশোর রোডে উঠতেই পিছন থেকে তাদের ধাক্কা মারে পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাক।

দু’চাকার বাহন চালকদের জন্য যেন বধ্যভূম হয়ে উঠেছে বনগাঁ ও লাগোয়া এলাকা। মঙ্গলবার ফের সেখানে এক দুর্ঘটনায় মৃত্যু হল এক বধূর। গুরুতর আহত তাঁর স্বামী। নিহতের নাম শ্রাবণী পাল। ছেলেকে স্কুলে দিয়ে স্বামীর মোটরসাইকেলে শিমুলতলায় বাড়ি ফিরছিলেন তিনি।

সবে ছেলে নতুন ক্লাসে উঠেছে। তাই মঙ্গলবার সকালে ছেলেকে বনগাঁর ছয়ঘরিয়ায় সেইন্ট জোসেফ স্কুলে দিতে স্বামী সৌমেন পালের সঙ্গে গিয়েছিলেন শ্রাবণী দেবীও। স্কুলে ছেলেকে দিয়ে ফেরার পথে যশোর রোডে উঠতেই পিছন থেকে তাদের ধাক্কা মারে পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাক। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন স্বামী স্ত্রী। এর পর শ্রাবণীদেবীকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত সৌমেনবাবুকে বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েক মাসে বনগাঁ ও লাগোয়া এলাকায় একের পর এক দুর্ঘটনায় বেশ কয়েকজন মোটরসাইকেল ও স্কুটার চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তমুখি ও সীমান্ত থেকে আসা ট্রাকগুলির চালকদের বেপরোয়া মনোভাবের জন্যই এই মৃত্যুমিছিল। ওদিকে পুলিশ যান নিয়ন্ত্রণের বদলে সীমান্তমুখি ট্রাক থেকে টাকা তোলায় বেশি ব্যস্ত। যার ফলে বনগাঁ শহরে সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরোতে হচ্ছে। একই অভিযোগ করেছেন নিহতের পরিজনরাও।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘাতক ট্রাকটিকে খুঁজে বার করার চেষ্টা চলছে। স্থানীয়রা বলছেন, বনগাঁ শহরের ২ দিকে ২ রকম সমস্যা। চাকদা রোড প্রশস্ত হওয়ায় সেখানে কেউ গতির সীমা মানেন না। আর যশোর রোডের পাশে বড় বড় গাছ থাকায় বড় লরি এলে অনেক সময় রাস্তা থেকে সরে যাওয়ার জায়গা পাওয়া যায় না। অবিলম্বে যশোর রোড প্রশস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

 

বাংলার মুখ খবর

Latest News

‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.