আইনজীবী এবং মক্কেলের মারামারিকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড কান্দি মহকুমা আদালতে। এক আইনজীবীকে মারধরের অভিযোগে আদালত চত্বরের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাল্টা মক্কেলকেও মারধরে জড়িয়ে পড়েন আইনজীবী। গোটা ঘটনাকে কেন্দ্র করে কান্দি মহকুমা আদালতে বিশৃঙ্খলা তৈরি হয়। কান্দি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদালত সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে মূলত ঝামেলার সূত্রপাত কান্দির ছাতিনাকান্দির বাসিন্দা সিদাম মন্ডলের কন্যার বিয়ে সংক্রান্ত একটি মামলা নিয়ে। অভিযোগ, সিদাম মন্ডল আচমকাই কান্দি মহকুমা আদালতের আইনজীবী আবুল বাশারের উপর চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করেন। বিষয়টি দেখার পরেই কান্দি মহকুমা আদালতের অন্যান্য আইনজীবীরা ঘটনাস্থলে ছুটে এসে আবুল বাশারকে বাঁচানোর চেষ্টা করেন। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আইনজীবীরা পাল্টা সিদাম মণ্ডলের ওপর চড়াও হন বলে অভিযোগ মক্কেলের পরিবারের। ঘটনায় প্রথমে আদালতে মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে কান্দি থানা থেকে আরও পুলিশবাহিনী আদালতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় পুলিশ সিদাম মন্ডল নামে অভিযুক্তকে আটক করেছে। আইনজীবী আবুল বাশারের অভিযোগ, ‘উনি উকিলবাবুদের মানছেন না। তিনি এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি নিজেই উকিল। এনিয়ে কথা কাটাকাটি হতেই তিনি আমার ওপর চড়াও হন।’ যদিও দেখা যায় অন্যান্য আইনজীবীরা যখন অভিযুক্ত মক্কেলকে মারধর করছিলেন তখন তাকে বলতে শোনা যায়, ‘আমি মারিনি’। তার পরেও বেশ কয়েকজন আইনজীবী বিষয়টির মীমাংসা করার পরিবর্তে তাকে মারধর করেন বলে অভিযোগ।