বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভালুক ধরার খাঁচায় ধরা পড়ল এক বিশাল অন্য জন্তু, জলপাইগুড়িতে উদ্বেগ চরমে

ভালুক ধরার খাঁচায় ধরা পড়ল এক বিশাল অন্য জন্তু, জলপাইগুড়িতে উদ্বেগ চরমে

ভালুক ধরার খাঁচায় ধরা পড়ল অন্য জন্তু। প্রতীকী ছবি (HT Photo)

স্থানীয়দের দাবি, চা বাগানে অনেকেই কাজ করতে আসেন। বাগানে কাজ করতে এসেই দেখা গিয়েছিল ভালুকটিকে। সেটি কাছে পিঠে কোথাও রয়েছে কি না সেটা বোঝা যাচ্ছে না। এনিয়ে আতঙ্কটা থেকেই গিয়েছে।

জলপাইগুড়ি জেলার কিলকট চা বাগান এলাকায় সম্প্রতি ভালুকের দেখা মিলেছিল। আর সেই ভালুক ধরতে ফাঁদ পেতেছিল বনদফতর। সেই খাঁচায় টোপও দেওয়া হয়েছিল। আর সেই খাঁচায় ধরা পড়ল বিশাল আকৃতির চিতাবাঘ। হতবাক স্থানীয় বাসিন্দারা। এরপর বনদফতরের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যায়।

কিন্তু প্রশ্নটা থেকেই গিয়েছে ভালুকটা গেল কোথায়? এই ভালুকটাকে এক ঝলক দেখা গিয়েছিল এলাকায়। এরপর সেটিকে আর দেখা যায়নি। পরে ভালুক ধরার জন্য় ফাঁদ পাতে বনদফতর।কিন্তু সেই ফাঁদে ধরা দিল না ভালুক। আর সেই খাঁচার মধ্যে ধরা পড়ল চিতাবাঘ।

এদিকে খাঁচার মধ্যে চিতাবাঘ দেখে হতবাক চা বাগানের শ্রমিকরা। বাসিন্দাদের সন্দেহ, হয়তো কাছেপিঠেই ছিল চিতাবাঘটি। খাঁচার মধ্য়ে টোপের লোভে সেটি ভেতরে ঢুকে পড়েছিল। সেটিই ধরা পড়েছে খাঁচায়।

এদিকে ভালুক ধরা না পড়লেও চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও খুশি স্থানীয়রা। কিন্তু নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ভালুককে ঘিরে। স্থানীয়দের দাবি, চা বাগানে অনেকেই কাজ করতে আসেন। বাগানে কাজ করতে এসেই দেখা গিয়েছিল ভালুকটিকে। সেটি কাছে পিঠে কোথাও রয়েছে কি না সেটা বোঝা যাচ্ছে না। এনিয়ে আতঙ্কটা থেকেই গিয়েছে।

 

 

বন্ধ করুন