হুগলির কোন্নগর চটকল এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। প্রথমে পার্টিতে ডেকে ধর্ষণ এবং তার ভিডিয়ো রেকর্ডিং করে বার বার ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর পরে পুলিশ ৪ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত চার যুবকের নাম হল পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা। অভিযোগ পাওয়ার পর উত্তরপাড়া থানার পুলিশ গতকাল ওই চারজনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পয়লা মার্চ এলাকারই এক যুবক প্রথমে ওই তরুণীকে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখে এক যুবক। পরে সেই ভিডিয়ো দেখিয়ে বাকি অভিযুক্তরা তাকে একাধিবার ধর্ষণ করে। তারপরেও ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হয় বলে। এর পর তরুণীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ জানায়। ঘটনার গুরুত্ব বুঝে চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ আজ সকালে শ্রীরামপুর মহিলা থানায় পৌঁছে যান। তদন্তকারীদের সঙ্গে কথা বলেন। কমিশনার জানান, ‘গতকাল রাতে একটা অভিযোগ দায়ের হয়েছে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের। সেই অনুযায়ী তদন্ত চলছে। আমরা নির্দিষ্ট মামলা করে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিয়োর কথা শুনেছি। তবে এখনও সেটি হাতে পায়নি।’
অন্যদিকে, কোন্নগর পুরসভার তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর কে বেবির বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের কথা স্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, ‘আমাকে এলাকার কেউ এই ঘটনার কথা জানায়নি। পুলিশ তদন্ত করছে। সেটা পুলিশের বিষয়।’