বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আসানসোলে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আলোড়ন, বন্দুক ঠেকিয়ে চলল লুটপাট

আসানসোলে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আলোড়ন, বন্দুক ঠেকিয়ে চলল লুটপাট

ডাকাতির সিসিটিভি ফুটেজ।

সেখানে তিন সশস্ত্র ডাকাত ঢুকে বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ করেছে বলে অভিযোগ। দোকানের কর্মীদেরও ঘিরে ধরে প্রথমে ব্যাপক মারধর করা হয়। তারপর ক্যাশবাক্স খুলে লক্ষাধিক টাকা নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়ে যায় ওই ডাকাতরা। এই ডাকাতির পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। 

মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাপক ডাকাতি করা হল আসানসোলে। বিলিতি মদের দোকানে ঢুকে কর্মীদের ঘিরে ফেলা হয়। তারপর ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। শনিবার বেশি রাতে এই ঘটনা ঘটলেও রবিবার সকাল থেকে এলাকায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এমনকী বেশ কয়েকটি দামি মদের বোতলও নিয়ে গিয়েছে বলে খবর। ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়েছে এই বিলিতি মদের দোকান।

ঠিক কী ঘটেছে আসানসোলে?‌ স্থানীয় সূত্রে খবর, আসানসোলে বিলিতি মদের দোকান থেকে লক্ষাধিক টাকার লুঠ করেছে ডাকাতদল বলে অভিযোগ। শনিবার বেশি রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডের গড়াই বিল্ডিংয়ের কাছে ওই মদের দোকান অবস্থিত। সেখানে তিন সশস্ত্র ডাকাত ঢুকে বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ করেছে বলে অভিযোগ। দোকানের কর্মীদেরও ঘিরে ধরে প্রথমে ব্যাপক মারধর করা হয়। তারপর ক্যাশবাক্স খুলে লক্ষাধিক টাকা নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়ে যায় ওই ডাকাতরা। এই ডাকাতির পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

ঠিক কী জানাচ্ছেন দোকানদার?‌ এই লুটপাট–মারধর করার পর চম্পট দেয় ডাকাতরা। ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে। মদের দোকানের কর্মচারী শ্যামল দত্ত বলেন, ‘‌রাত তখন ১০টা। দোকানের কাউন্টার বন্ধ করে কর্মচারীরা রোজকার মতো হিসাবপত্র নিয়ে বসেছিলাম। তখন তিনজন ডাকাত জোর করে শাটার তুলে দোকানে ঢুকে পড়ে। প্রত্যেকের হাতে বন্দুক ছিল। যা দেখে আমরা ভয় পেয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু হল। তারপর ক্যাশবাক্স কেড়ে নিয়ে লক্ষাধিক টাকা নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে হমকি দিল তারা।’‌ এই ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এই মদের দোকান থেকে প্রায় ৪ লক্ষ টাকা নগদ হাতানো হয়েছে। তারপর টাকা–মদ নিয়েই চম্পট দিয়েছে ডাকাতরা। দোকানের কর্মচারী শ্যামল দত্তের বয়ান নেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছেন তাঁরা। এই ডাকাতি করার আগে থেকেই দোকানের বিষয়ে রেইকি করা হয়েছিল। তারপরেই আচমকা হানা দেওয়া হয়। ইতিমধ্য়েই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদের চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন