বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভোট লুঠ রুখতে বাড়িতে ৫ কেজি করে লঙ্কার গুঁড়ো রাখবেন: BJP বিধায়ক অসীম সরকার

ভোট লুঠ রুখতে বাড়িতে ৫ কেজি করে লঙ্কার গুঁড়ো রাখবেন: BJP বিধায়ক অসীম সরকার

অসীম সরকার। নিজস্ব চিত্র

এবারই প্রথম নয়, গত মাসে অসীম সরকার বলেছিলেন, ‘ওরা একটা বোমা মারলে ১০টা বোমা মারার ক্ষমতা আছে।’ তাতেও শুরু হয়েছিল বিতর্ক। বাংলা কবিগানের খ্যাতনামা শিল্পীর হিংসায় প্ররোচনা দেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই।

এক বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের বিতর্কিত মন্তব্য করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের বাড়িতে লঙ্কার গুড়ো মজুত করে রাখার নির্দেশ দিলেন তিনি।

রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগর বাজারে এক সভায় অসীম সরকার বলেন, ‘বাড়িতে ৫ কেজি লঙ্কার গুঁড়ো মজুত করে রাখবেন। পঞ্চায়েত ভোটে কেউ ভোট লুঠ করতে এলে চোখে ছিটিয়ে দেবেন।’

এবারই প্রথম নয়, গত মাসে অসীম সরকার বলেছিলেন, ‘ওরা একটা বোমা মারলে ১০টা বোমা মারার ক্ষমতা আছে।’ তাতেও শুরু হয়েছিল বিতর্ক। বাংলা কবিগানের খ্যাতনামা শিল্পীর হিংসায় প্ররোচনা দেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির সমর্থনে রবিবার গোপালনগর বাজারে সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় অন্যতম বক্তা ছিলেন অসীম সরকার। সেখানেই পঞ্চায়েত ভোটে শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাড়িতে ৫ কেজি করে লঙ্কার গুঁড়ো মজুত রাখতে বলেন তিনি।

যদিও তৃণমূলের দাবি, বিজেপির ভোটলুঠের তত্ত্ব ভিত্তিহীন। মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে তারা।

 

বন্ধ করুন