উত্তরে বামেদের বড় ভরসা। তিনি বাম জমানার প্রাক্তন পুরমন্ত্রী। শিলিগুড়ি কর্পোরেশনের প্রাক্তন মেয়র। তিনি সিপিএমের অশোক ভট্টাচার্য। এবারের বিধানসভা নির্বাচনে অবশ্য পরাজিত হয়েছেন তিনি। এদিকে তিনি কি ফের শিলিগুড়ি পুর কর্পোরেশন নির্বাচনে বামেদের মুখ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এনিয়ে নানা জল্পনা ছড়াচ্ছিল শিলিগুড়িতে। এবার খোদ অশোক ভট্টাচার্য নিজেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। একেবারে ফেসবুকে লিখে তিনি বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, আমার আসন খোঁজার কোনও প্রশ্নই নেই। কারণ আমি এই নির্বাচনে লড়তে আগ্রহী নই তা যেখানে জানাবার তা ইতিপূর্বেই জানিয়ে দিয়েছি। তবে এই নির্বাচনে বামফ্রন্টের জয় সুনিশ্চিত করতে তিনি যে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করবেন সেকথাও বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, আমি থাকব নন প্লেয়িং।কিছু বিভ্রান্তি দূর করতেই আমার এই বিবৃতি। ফেসবুকে এমনটাই লিখেছেন অশোক ভট্টাচার্য।
এদিকে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি হারের আতঙ্কেই নির্বাচনের লড়াই থেকে সরে যেতে চাইছেন অশোক ভট্টাচার্য? তবে বাম নেতৃত্বের দাবি ইতিমধ্যে দলের জেলা কমিটি থেকেও অব্যাহতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রবীন এই নেতা। ভোট যুদ্ধে তিনি প্রার্থী হিসাবে না লড়লেও শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে যে বকলমে অশোক ভট্টাচার্যই বামেদের মুখ হবেন তা বলাই বাহুল্য। তবে শিলিগুড়ি মডেলকে হাতিয়ার করে তৃণমূলকেও রুখে দিয়েছিলেন যে অশোক, তিনিই এবার আর দাঁড়াতে চাইছেন না। এটি নিঃসন্দেহে সিপিএমের কাছে বাড়তি ধাক্কা।