বোমা বাঁধতে গিয়ে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে নিহত দুই। ঘটনায় গুরুতর আহত আরও দুই ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় কামারহাটির এক বাড়ির ভিতরে আচমকা তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে মারা যান বছর পঁয়ত্রিশের শেখ রাজু ও বছর তিরিশের মহম্মদ শাহিদ।
খবর পাওয়া মাত্র গোলিঘাট এলাকার ওই বাড়িতে পৌঁছে যায় বেলঘরিয়া থানার পুলিশ। রক্তাক্ত শেখ রাজু ও মহম্মদ শাহিদকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছু ক্ষণের মধ্যেই ওই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিস্ফোরণে আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছে বলে জানা গেলেও তাঁদের সম্পর্কে সবিস্তারে কিছু খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ওই বাড়িতে দিশি বোমা বাঁধা হচ্ছিল। বোমা বাঁধার সময় কোনও কারণে বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে।