শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষী দিলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আলিপুর আদালতে এই মামলার শুনানি ছিল শুক্রবার। শোভন ও রত্না উভয়েই স্বশরীরে এসেছিলেন আদালতে। প্রধান সাক্ষী হিসাবে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। আদালতে তাঁদের গোপন জবাববন্দি নেওয়া হয়।
আদালতে তিনি কেন এসেছেন তা জানতে চাওয়া হলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায় বলেছেন। শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের বৈবাহিক জীবনের টানাপড়েনের আমি সাক্ষী। অনেক কিছু দেখেছি এবং শুনেছি। সাক্ষী হিসেবে আদালতে সব বলেছি। আমার কাছে নিশ্চয় যাথযথ প্রমাণ আছে তাই আমি আদালতে এসেছি। পরের শুনানির দিনও যাব।’ তবে আদালতের কাছে তিনি বলেছেন তা জানাননি।
অন্য দিকে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরে মামলা চলছে। আমি বিচ্ছেদ চাই। গোটাটাই আইনের বিষয়। আলাদত যা বলবে তা করতে এবং মানতে আমরা তৈরি।’ এ বিষয়ে রত্না চট্টোপাধ্যায় সাংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি।
শুনানিতে শোভন চট্টোপাধ্যায়ের সাক্ষী হিসাবে হলফনামা জনা দিয়েছেন বৈশাখী। এই মামলায় দুপক্ষের বক্তব্য শোনার পর আগামী ৩০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।