বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Train derailed: শক্তিগড়ের কাছে লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন, ভয়াবহ পরিস্থিতি

Train derailed: শক্তিগড়ের কাছে লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন, ভয়াবহ পরিস্থিতি

শক্তিগড়ের কাছে লাইনচ্যুত ট্রেন। টুইটার 

অল্পের জন্য় বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা। লাইনচ্যুত ট্রেন।

শক্তিগড়ের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। ডাউন বর্ধমান- ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত। তবে প্রাথমিকভাবে হতাহতের খবর মেলেনি। প্রথমে দুটি কোচ লাইনচ্যুত হয়েছিলেন। পরে ট্রেন থেকে যাত্রীদের একে একে নামানো হয়। পাশের লাইনে একটি মালগাড়ি আসছিল বলে সূত্রের খবর। ৩৭৭৮৪ বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেল সূত্রে খবর, হতাহতের কোনও খবর নেই। তবে উদ্ধারকাজে বিশেষ ট্রেন গিয়েছে।

সিপিআরও পূর্ব রেল কৌশিক মিত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রাত ৯টা ১৬টি মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। তদন্ত না করে কারণ বলা যাবে না।

এদিকে দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত।

রেল সূত্রে খবর, তখন ঠিক ৯টা বেজে ১৬ মিনিট। বর্ধমান থেকে ছেড়ে ব্যান্ডেলের দিকে ছুটছিল লোকাল ট্রেন। শক্তিগড় স্টেশনের কাছে ট্রেনের গতি কিছুটা কম হয়। তবে তখনই বড় বিপত্তি। ট্রেনের প্রথমের দুটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। এক ট্রেনযাত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শক্তিগড়ে ঢোকার আগেই ঘটনাটা হল। আচমকাই জোরে ঝাঁকুনি। এরপর ট্রেনটি লাইন থেকে নেমে যায়। কয়েকজন যাত্রী আতঙ্কে ঝাঁপ দিয়ে দিয়েছে।

তবে রাতের ট্রেন হওয়ায় যাত্রী খুব একটা বেশি ছিল না। কিন্তু কেন এই ধরনের ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার খবর পেতেই শক্তিগড় ও বর্ধমান থেকে রেল কর্তারা এলাকায় যাচ্ছেন। স্থানীয়রাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। তবে হতাহতের কোনও খবর মেলেনি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে এভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার জেরে যাত্রীদের মধ্য়ে তীব্র আতঙ্ক ছড়ায়। যাত্রীদের দাবি প্রচন্ড ঝাঁকুনি, সঙ্গে তীব্র শব্দ হয়েছিল। এরপরই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা বাঁচার জন্য দ্রুত নামার চেষ্টা করেন। কিন্তু রেললাইনে ওই অবস্থায় নামা যথেষ্ট সমস্যার।

তবে রেলকর্তৃপক্ষ ইতিমধ্যে যাত্রীদের সুরক্ষার ব্যাপারে উদ্যোগী হয়েছে। কীভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

তবে ট্রেনের গতি কম থাকার জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে লোকাল ট্রেনটি। দিনের বেলা ভিড় ট্রেনে অনেকে দরজার কাছে ঝোলেন। তীব্র ঝাঁকুনিতে তাঁরা পড়ে যেতে পারতেন। সব মিলিয়ে এদিন অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন