বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Berhampore Murder: 'এই বেওয়াফা…জান যেতে পারে Madam Ji', ফেসবুকে লিখেছিল সুতপাকে কোপানো সুশান্ত

Berhampore Murder: 'এই বেওয়াফা…জান যেতে পারে Madam Ji', ফেসবুকে লিখেছিল সুতপাকে কোপানো সুশান্ত

সোমবার সন্ধ্যায় বহরমপুর গোরবাজারে কুপিয়ে সুতপা চৌধুরীকে খুন করেছে সুশান্ত চৌধুরী।

কম্পিউটার সায়েন্সের ছাত্র সুশান্ত চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্টের ছত্রে ছত্রে আছে প্রতিহিংসা, ক্ষোভ। বায়োতে যা লেখা ছিল, তা আদতে সুতপা চৌধুরীর প্রতি হুমকি বার্তা ছিল বলে মনে করছে একটি মহল। কিন্তু সেটা যখন বোঝা গিয়েছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ছুরির একের পর এক কোপে মৃত্যু হয়েছে সুতপার।

সুশান্ত চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট খুললেই বোঝা যাচ্ছে, জমে ছিল একরাশ প্রতিহিংসা। কার্যত খুনের হুমকি দিয়েছিল ‘প্রেমিকা’ সুতপা চৌধুরীকে। সেটা যখন নজরে পড়ল, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভরসন্ধ্যায় ছুরির একের পর এক কোপে মৃত্যু হয়েছে সুতপার। বহরমপুরের সেই নৃশংস ঘটনার পর সুশান্তের ফেসবুক দেখে দুইয়ে দুই চার করতে পারছেন গোয়েন্দারা।

কম্পিউটার সায়েন্সের ছাত্র সুশান্তের ফেসবুক অ্যাকাউন্টের ছত্রে ছত্রে আছে প্রতিহিংসা, ক্ষোভ। ফেসবুকের বায়োতে লেখা আছে, 'আই অ্যাম আ ইন্ডিয়ান (আমি একজন ভারতীয়)। এই Bewafa তোর উপর একদিন অনেক ভারী পড়বে। এমনকী তোর জান পর্যন্ত যেতে পারে madam ji।' সুশান্ত সেই কবে লিখেছিল, তা বোঝার উপায় নেই। তবে গত কয়েক মাস ধরে তার ফেসুবক এরকম প্রতিহিংসাপরায়ণ ফেসবুক পোস্ট দেখে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরাও।

সুশান্তর সেই ফেসবুক বায়ো।
সুশান্তর সেই ফেসবুক বায়ো।

নৃশংসভাবে সুতপাকে খুন

সোমবার সন্ধ্যায় বহরমপুর গোরবাজারে কুপিয়ে সুতপাকে খুন করা হয়। খুনের যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা গিয়েছে যে রাস্তায় পড়ে কাতরাচ্ছেন সুতপা। তাঁকে একের পর এক কোপ মারছেন সুশান্ত। প্রত্যক্ষদর্শীরা কথা বলার চেষ্টা করলেও সুতপা ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে সুশান্ত। পরে রাত ১০ টা নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, সুশান্তের ফোন থেকে খুনের একাধিক ভিডিয়ো মিলেছে। জেরায় ধৃত জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে সুতপার সঙ্গে বিয়ে হয়েছিল। মন্দিরে গিয়ে বিয়ে করেছিল সুতপাকে। কিন্তু অপর একজনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় সম্প্রতি সম্পর্ক ভেঙে দিতে চাইছিলেন। তাই 'প্রতিশোধ' নিতেই সুতপাকে খুন করে বলে জেরায় স্বীকার করেছে সুশান্ত।

আরও পড়ুন: Berhampore Murder: বছরখানেক আগে সুতপাকে বিয়ে, ‘প্রতিশোধ’ নিতে নৃশংস খুন, জেরায় দাবি সুশান্তের

তদন্তকারীদের দাবি, জেরায় সুশান্ত দাবি করেছে যে খুনের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল। গোরাবাজারের যেখানে সুতপাকে খুন করা হয়, সেখানে মাসখানেক আগে থেকে 'রেইকি' চালাচ্ছিল। খুনের পর পালানোর জন্য ব্যাগে জামাও রেখেছিল। সঙ্গে ছিল নকল বন্দুক এবং ছুরি। যে ছুরি বারবার কুপিয়ে খুন করেছে সুতপাকে। তারপর লাক্সারি ট্য়াক্সিতে উঠে রক্তভেজা জামা পালটে নিয়েছিল। পুলিশকে বিভ্রান্ত করতে তিনবার গাড়িও পালটেছিল। তবে শেষরক্ষা হয়নি। সামশেরগঞ্জ থেকে মালদহগামী একটি বাস থেকে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা।

বাংলার মুখ খবর

Latest News

'মাঠে আমার থেকে বেশি ঝগড়া করো তুমি', কোহলির তির তাঁর দিকেই ঘোরালেন গম্ভীর শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন... 'ডাক্তারদের দাবি ন্যায্য...', আরজি কর কাণ্ডে জবাবদিহি চেয়ে কড়া বার্তা অভিষেকের ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে বাসিন্দাদের কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত ‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ মোদীর জন্মদিনে নিরামিষ লঙ্গর আজমির শরীফে, প্রধানমন্ত্রীর জন্য করা হল প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.