মুর্শিদাবাদের ভগবানগোলায় ফের তৃণমূলের অন্দরে বিদ্রোহ। এবার দলের নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই ভগবানগোলা ১ নম্বর ব্লক দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, নবনিযুক্ত ব্লক সভাপতি অহসানুর রহমান মুর্শিদাবাদেরই বাসিন্দা নন। পালটা স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলি বলেন, এটা দলের সিদ্ধান্ত। সবাইকে মানতে হবেই।
বুধবার রাতে ভগবানগোলা ১ নম্বর ব্লক তৃণমূলের নতুন সভাপতির নাম জানা যায়। দলের যুব সভাপতি অহসানুর রহমান ওরফে বাপনকে ব্লক সভাপতির দায়িত্ব দেয় তৃণমূল। এর পরই এলাকায় শুরু হয় বিক্ষোভ। যুব তৃণমূল নেতা ইমরান হোসেন প্রামাণিকের নেতৃত্বে রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। সকালে ফের শুরু হয় বিক্ষোভ। ব্লক অফিসের সামনে অহসানুরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
দাদার ভাষায় দিলীপ ঘোষকে ‘ফিটার মিস্ত্রি’ বলে আক্রমণ করলেন সৌগত রায়
এর পর ইমরান প্রামাণিক দাবি করেন, যাকে ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে সে বহিরাহত। মুর্শিদাবাদ জেলারই বাসিন্দা নয় সে। তার পরেও তাকে কেন ব্লক সভাপতি নিয়োগ করা হল? নতুন ব্লক সভাপতি আইপিএল বেটিং চক্রে যুক্ত। আমাদের বিধায়ক বহিরাগত। সাংসদ বহিরাগত। এবার ব্লক সভাপতিও বহিরাগত ব্যক্তিকে করা হল। ভগবানগোলা ১ নম্বর ব্লকে তৃণমূলকে চালানোর মতো লোক কি নেই’?
পালটা স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন ব্লক সভাপতি ঘোষণা হয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের এটা মেনে নিতেই হবে। নইলে দলের কাছে অভিযোগ জানিয়ে আমরা তাদের শাস্তির ব্যবস্থা করব।’
বলে রাখি, গত সপ্তাহে ভগবানগোলায় ইদ্রিশ আলির বাসভবনে স্থানীয় এক পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হামলা চালান তৃণমূল কর্মীরাই। এর পর তাঁকে খুনের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন ইদ্রিশ।