বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বীরভূমের মল্লারপুরে বল ভেবে বোমায় লাথি, পা উড়ে গেল নাবালকের, আহত আরও ২

বীরভূমের মল্লারপুরে বল ভেবে বোমায় লাথি, পা উড়ে গেল নাবালকের, আহত আরও ২

প্রতীকী ছবি

আহত শিশুদের উদ্ধার করে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হলে জানা গিয়েছে। তাকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরের আয়োজন চলছে।

ফের বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বীরভূমে আহত হল ৩ শিশু। বুধবার বিকেলে বীরভূমের মল্লারপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল জানতে তদন্ত শুরু করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, এদিন বিকেলে ৩ শিশু এলাকায় খেলছিল। তখন একটি প্লাস্টিকের মধ্যে বলের মতো কয়েকটি জিনিস দেখতে পায় তারা। সেগুলিকে বল ভেবে প্লাস্টিকের থলিতে লাথি মারে এক শিশু। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তাতে আহত হয় ৩ শিশু। গ্রামবাসীরা জানাচ্ছেন, প্যাকেটটিতে ৪ – ৫ টি বোমা ছিল। কে বা কারা বোমা রেখে গিয়েছে তা জানা নেই।

আহত শিশুদের উদ্ধার করে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হলে জানা গিয়েছে। তাকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরের আয়োজন চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। এলাকা ঘিরে রেখেছে তারা। কে বা কারা বোমা রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

ওদিকে বীরভূমে একের পর এক বোমা বিস্ফোরণে শিশুদের আহত হওয়ার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই এই পরিস্থিতি হলে ভোট ঘোষণা হলে কী হবে?

 

বন্ধ করুন