বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP: পুরুলিয়াতে ‘মহাগুরু’কে দিয়ে পঞ্চায়েত প্রচার শুরু বিজেপির, কটাক্ষ তৃণমূলের

BJP: পুরুলিয়াতে ‘মহাগুরু’কে দিয়ে পঞ্চায়েত প্রচার শুরু বিজেপির, কটাক্ষ তৃণমূলের

পুরুলিয়ায় প্রচার করবেন মিঠুন (ফেসবুক)

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর সকালে পুরুলিয়ার লুধুড়কায় জনসভা রয়েছে। সেই জনসভায় বক্তব্য রাখবেন মিঠুন।

পুরুলিয়া দিয়ে প়়ঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর সকালে পুরুলিয়ার লুধুড়কায় জনসভা রয়েছে। সেই জনসভায় বক্তব্য রাখবেন‘মহাগুরু’। ওই সভাতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন বলেন জানা গিয়েছে।

পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙালুধুড়কায় জনসভায় মিঠুনের থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন,‘পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে কর্মী সম্মেলন রয়েছে। সেখানে মিঠুন আসছেন। তিনি বিজেপি কর্মীদের নিয়ে সভা করবেন।’ কর্মী সম্মেলন হলেও একে এক প্রকার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বলেই জানিয়েছেন বিবেক রাঙা। তাঁর কথায়,‘মিঠুন আসবে জেনে কর্মীরাও বেশ উৎসাহিত। মানুষ তৃণমূলের কাজকর্মে ক্ষুব্ধ, সেই ক্ষোভের ভোট বিজেপির ভোট বাক্সেই ঢুকবে।’

তবে তৃণমূল একে গুরুত্ব দিতে নারাজ। স্থানীয় তৃণমূল নেতার মতে, গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন চক্রবর্তী। তার ফল কী হয়েছে তা সবাই দেখেছে। এ বারও পঞ্চায়েত ভোটে ভরাডুবি হবে বিজেপির।তৃণমূলের পুরুলিয়া জেলার সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘আমাদের কর্মীরা সারা বছর মানুষের সঙ্গে থাকেন। ভোট এলে কেউ পরিযায়ী পাথির মতো হাজির হন।’ তাঁর দাবি, জেলায় বিজেপি অর্ধেক আসনে প্রার্থী খুঁজে পাবে না।

তবে শুধু পুরুলিয়া নয় আরও একাধিক জেলায় প্রচারে যাবেন মিঠুন। কর্মিসভা করার পাশাপাশি তিনি জনসভাও করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

বন্ধ করুন