বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভোট পরবর্তী হিংসার তদন্তে বারাসতে নিহত BJP কর্মী মহম্মদ আলির বাড়িতে CBI

ভোট পরবর্তী হিংসার তদন্তে বারাসতে নিহত BJP কর্মী মহম্মদ আলির বাড়িতে CBI

মহম্মদ আলির বাড়িতে সিবিআই আধিকারিকরা।

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন মহম্মদ আলি। জুনের মাঝামাঝি বাড়ি ফেরেন তিনি। তার কয়েক দিনের মধ্যেই ২৪ জুন রাতে ভাত খাওয়ার সময় তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।

বারাসতে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী মহম্মদ আলির বাড়িতে সিবিআই। শনিবার মহম্মদ আলির বারাসতের বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। কথা বলেন তাঁর সঙ্গে আক্রান্ত আরেক বিজেপি কর্মী জুলফিকার আলির সঙ্গেও। বেশ কিছু ছবিও তোলেন তাঁরা।

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন মহম্মদ আলি। জুনের মাঝামাঝি বাড়ি ফেরেন তিনি। তার কয়েক দিনের মধ্যেই ২৪ জুন রাতে ভাত খাওয়ার সময় তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলা হয় জুলফিকার আলির ওপরেও। দীর্ঘ ৪৭ দিন পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানেন মহম্মদ আলি। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই।

নিহত বিজেপি কর্মীর পরিবার জানিয়েছেন, ‘আমার স্বামী বিজেপি করতেন এটাই অপরাধ? কেন কেউ বিরোধী দল করলে তার ওপরে হামলা হবে? আর মারল তো এমন মারল যে প্রাণটাই চলে গেল? আমি দোষীদের শাস্তি চাই।’

 

বন্ধ করুন