নয়া সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার মুখ ভার হয়ে আছে। আজ দক্ষিণবঙ্গে তেমন ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। তারইমধ্যে আজ বা আগামিকাল বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামিকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার এবং বৃহস্পতিবার আবার পশ্চিমাংশের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ওই সময় (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে। আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে সকাল থেকেই একাধিক জেলায় আকাশের মুখ ভার হয়ে আছে।
আরও পড়ুন: Hilsa Fish: পূর্ণিমার ভরা কোটালেও জাল ভরে ওঠেনি ইলিশ, দুশ্চিন্তায় মৎসজীবীরা
সোমবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
লম্বা উইকেন্ডে ছুটি নিয়ে আজ অনেকেই পাহাড়ে গিয়েছেন। যাঁরা দার্জিলিংয়ে গিয়েছেন, তাঁরা কিছুটা স্বস্তি পাবেন। কারণ আজ দার্জিলিঙে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টি হবে শুধুমাত্র জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে। তাছাড়া কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েকটি দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত বা শুধু বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশপাশে।
সোমবার রাজ্যের তাপমাত্রা কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যে তাপমাত্রার তেমন হেরফের হবে না। গত কয়েকদিন ধরে যে জেলায় যেরকম পারদ থাকছিল, আজও সেরকম থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হোক বা হিমালয়ের পাদদেশীয় জেলা - তাপমাত্রার বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই।