বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: চায়ের দোকানে ঢুকলেন মুখ্যমন্ত্রী, হাতে তুলে দিলেন চপ, শুনলেন অভিযোগ

Mamata Banerjee: চায়ের দোকানে ঢুকলেন মুখ্যমন্ত্রী, হাতে তুলে দিলেন চপ, শুনলেন অভিযোগ

জনগণও মুখ্যমন্ত্রীর হাত থেকে গরম চপ পান।

ঝাড়গ্রাম শহরে ফেরার পথে নিজের হাতে গরম গরম চপ ভেজে বিক্রি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনপুর থানার অন্তর্গত মাগুরা এলাকায় একটি চপের দোকানে হঠাৎ দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানে তখন গরম গরম তেলেভাজা হচ্ছিল। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেলেভাজা দোকানে ঢুকে পড়েন।

আজ, মঙ্গলবার জঙ্গলমহলে আবার অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সভা শেষ করে চায়ের দোকানে ঢুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর কাগজে মুড়িয়ে হাতে তুলে দিলেন গরম গরম চপ। মুখ্যমন্ত্রীর হাত থেকে গরম চপ পেয়ে আপ্লুত আদিবাসীরা। এমন কখনও দেখেননি বলে জানিয়েছেন একাধিক গ্রামবাসীও। আর এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন যতই তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হোন না কেন, আদতে তিনি বাংলার মানুষের ঘরের মেয়ে।

এদিন সভা শেষে বিকেলে বেলপাহাড়ি এবং শিলদায় আদিবাসীদের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তার আগে চায়ের দোকানে যান। সেখানে থাকা গরম চপ নিজে হাতে তুলে পরিবেশন করেন উপস্থিত সবাইকে। এই দৃশ্য দেখে অনেকেই হতবাক। বেশ কিছু জনগণও মুখ্যমন্ত্রীর হাত থেকে গরম চপ পান। তারপর টাকা মিটিয়ে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে অভাব–অভিযোগ জানালেন অনেকে। তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ বেলপাহাড়ি এবং শিলদায় মোট তিনবার গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই সোজা ঢুকে যান আদিবাসীদের বাড়িতে। তাঁর উদ্দেশ্য ছিল, রাজ্যের প্রকল্পগুলির সুবিধা আদিবাসী পরিবারগুলি পাচ্ছে কি না সেটা জানা। সেখানেই বাড়ির বারান্দায় একটি শিশুকে কোলে নিয়ে বসে ছিলেন কয়েকজন মহিলা। মুখ্যমন্ত্রী গিয়েই সেই শিশুকে কোলে তুলে নেন। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। শুনলেন নানা অভিযোগ। দিলেন আশ্বাসও।

অন্যদিকে ঝাড়গ্রাম শহরে ফেরার পথে নিজের হাতে গরম গরম চপ ভেজে বিক্রি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনপুর থানার অন্তর্গত মাগুরা এলাকায় একটি চপের দোকানে হঠাৎ দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানে তখন গরম গরম তেলেভাজা হচ্ছিল। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেলেভাজা দোকানে ঢুকে পড়েন। তখন সেখানে চপ ভাজ ছিলেন দোকানদার। মুখ্যমন্ত্রীকে দেখে ঘাবড়ে যান দোকানদার। মুখ্যমন্ত্রী নিজের হতে চপ ভেজে ভেজে উপস্থিত সকলকে চপ বিক্রি করেন। এই ঘটনায় রীতিমতো খুশিতে আত্মহারা চপ ব্যবসায়ী।

বন্ধ করুন