বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম’‌, মহুয়াকে কড়া বার্তা মমতার

‘‌একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম’‌, মহুয়াকে কড়া বার্তা মমতার

প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়(ANI Photo) (ANI)

এই গোষ্ঠীকোন্দলের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে গিয়েছিল। এবার তা নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণনগরের প্রশাসনিক সভা থেকে সরাসরি কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বার্তা দিলেন স্বয়ং লোকসভার সাংসদ মহুয়া মৈত্রকে। তিনি এই জেলা থেকেই সাংসদ হয়েছে। আর এই জেলাতেই তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা গোষ্ঠীকোন্দল। এই গোষ্ঠীকোন্দলের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে গিয়েছিল। এবার তা নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁকে বার্তা দেন, ‘‌সকলকে নিয়েই চলতে হবে। দল কাকে প্রার্থী করবে সেটা দলের ভাবনা। কাজ করে যেতে হবে সকলকেই। এটা মাথায় রাখা উচিত।’‌

মহুয়াকে ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় মহুয়া মৈত্রকে বলেন, ‘‌মহুয়া আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই। কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটাল মাধ্যমে অথবা পেপারে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। একই লোক চিরদিন এক জায়গায় থাকবে, এটাও মেনে নেওয়া ঠিক নয়। যখন ভোট হবে পার্টি ঠিক করবে কে লড়বে, কে না। এখানে মতপার্থক্যের কোনও জায়গা নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম।’‌

বেশ কিছুদিন আগে নদিয়া জেলার গোষ্ঠীদ্বন্দ্ব ইউটিউবে পোস্ট করে দেওয়া হয়। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেখানে অভিযোগ তোলা হয়েছিল, মহুয়া জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ না রেখে নিজের মতো কাজ করছেন। এমনকী বিষয়টি নিয়ে দলের রাজ্য সভাপতি এবং মহাসচিবকেও তাঁরা জানিয়েছিলেন। সেটাই এবার মনে করিয়ে দিলেন তৃণমূলনেত্রী।

এখন মহুয়া মৈত্রকে গোয়ার সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা যেমন সাফল্য তেমন এই ভর্ৎসনা নিঃসন্দেহে ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। তাঁকে নদিয়া জেলার সভাপতি করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর এমন সব ইস্যুতে গড়্ডগোল হতে সংসদীয় এলাকা হিসাবে ভেঙে দেওয়া হয় সংগঠনকে। এবার জেলায় এসে মহুয়ার নাম করে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা আগাম বার্তা বলেও মনে করা হচ্ছে। এমনকী তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে এই জেলার সংগঠনের দায়িত্ব থেকেও বলে মনে করা হচ্ছে।

বন্ধ করুন