অমানবিক ঘটনা ঘটল মুর্শিদাবাদে। মেয়েদের উন্নয়ন এবং বিকাশের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে সরকার। তা সত্ত্বেও কন্যা সন্তান হাওয়ায় সদ্যোজাতকে খুন করল খোদ বাবা-মা। অভিযোগ, শিশু কন্যাকে দেওয়ালে আছাড় মেরে খুন করার পর তারা বাড়িতেই দেহ লুকিয়ে রাখে। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যকে ছড়িয়েছে।
আরও পড়ুন: সন্তান নিজের নয়, সন্দেহের বশে ৮ মাসের শিশুকে থেঁতলে খুন করল বাবা
জানা গিয়েছে, মৃত শিশুর নাম খাদিজা খাতুন। তার বাবা রিন্টু মণ্ডল এবং মা বেলুয়ারা বিবি তাকে আছড়ে ফেলে দিয়ে খুন করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পত্তির দুটি শিশু কন্যা রয়েছে। পুত্রের আশায় তারা আরও একটি সন্তান নিয়েছিলেন। কিন্তু, তখন কন্যা সন্তানের জন্ম দেন বেলুয়ারা বিবি। তাতে মোটেও সন্তুষ্ট ছিল না দম্পতি। জানা যায়, রবিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে চরম ক্ষোভ তৈর হয়। তারা শিশু কন্যাকে ছুড়ে দেওয়ালে মারে। তাতে আঘাত পায় শিশুটি। কিন্তু, চিকিৎসার জন্য শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে বাড়িতেই রেখে দেয়। এরফলে শিশুর মৃত্যু হয়। যদিও দম্পতির মধ্যেকে শিশুকে ছুড়ে ফেলেছিল তা জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পিন্টু মণ্ডল প্রতিদিন নেশা করত। এ নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে অশান্তি হত। পর পর তিনটি কন্যা সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে অশান্তি বেড়ে যায়। রবিবারও তাদের মধ্যে এনিয়ে অশান্তি হয়েছিল। তখন তাদের মধ্যে কেউ একজন শিশু কন্যাকে ছুড়ে ফেলে দেয় বলে দাবি পরিবারের সদস্যদের। এই ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিন্টু মণ্ডলের বিরুদ্ধে চুরি, ছিনতাই থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এর আগেও তার জেল হয়েছে। তবে এদিন শিশু খুনের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃত শিশুএ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।