সাড়ে ৩ বছরের শিশুকে কোলে তুলে আদর করার নামে গোপনাঙ্গ স্পর্শ করেছিল এক যুবক। সেই অপরাধে ওই যুবককে ১০ বছরের কারাদণ্ড দিল হাওড়ার বিশেষ পকসো আদলত। একইসঙ্গে, যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন পকসো আদালতের বিচারক সৌরভ ভট্টাচার্য। সেক্ষেত্রে জরিমানার টাকা দিতে না পারলে ওই যুবকের জেলে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হবে সে বিষয়টিও স্পষ্ট করেছে আদালত।
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করেছিল BJP বিধায়ক, ২৫ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত
মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ২০১৮ সালের ২৩ অগস্ট। ওইদিন সাড়ে ৩ বছরের ওই শিশু তার পিসির সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখার পর পিসি ওই শিশুকে তার বাড়িতে ছেড়ে দেয়। সেই সময় এই ঘটনাটি ঘটে। তখন শিশুটি সিঁড়ি দিয়ে উঠে ঘরে যাওয়ার সময় মহম্মদ শারুখ নামে এক যুবক প্রথমে শিশুকে কোলে নেয়। এরপর তার গোপনাঙ্গে স্পর্শ করে। অভিযোগ, সেই সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে ‘ছাড়ো ছাড়ো’ বলে চিৎকার করতে থাকে। তখন তার মা বাড়িতে রান্না করছিলেন। মেয়রের চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে দেখতে পান, ওই যুবক তার মেয়ের সঙ্গে অপকর্ম করছে। তখন শিশুর মাকে দেখে ভয় পেয়ে যায় ওই যুবক। সে শিশুকে নিচে রেখে দিয়ে পালিয়ে যায়। এরপর শিশুটি যুবকের অপকর্মের কথা জানায় তার মাকে। ঘটনায় শিশুর মা গোলাবাড়ি থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি সহ পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। এরপরেই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়। তারপর থেকে মামলা চলে হাওড়ার বিশেষ পকসো আদালতে।
মামলায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সওয়াল করেন সরকারি পক্ষের মুখ্য আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিক তথ্য প্রমাণ ও যুক্তি আদালতের কাছে পেশ করে। সোমনাথ বাবু জানান, এই মামলায় মোট ৬ জনের সাক্ষী গ্রহণ করা হয়। সমস্ত কিছু খতিয়ে দেখেন বিশেষ পকসো আদালতের বিচারক সৌরভ ভট্টাচার্য প্রথমে চার্জ গঠন করেন। পরে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেন। যুবককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এর (২) (i) ধারা এবং পকসো আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের এই নির্দেশে খুশি নির্যাতিতা শিশুর পরিবার। যদিও আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে যুবক উচ্চ আদালতে যাবে কিনা সেবিষয়ে জানা যায়নি।