বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুর্গাপুজোয় ১২০০ বুক স্টলে কোটি টাকার বই বিক্রি সিপিআইএমের, রহস্য কী?

দুর্গাপুজোয় ১২০০ বুক স্টলে কোটি টাকার বই বিক্রি সিপিআইএমের, রহস্য কী?

দুর্গাপুজোয় মার্কসীয় স্টলে বই বিক্রি। ছবি সৌজন্য–স্ক্রিনশট।

এই পরিস্থিতিতে দুর্গাপুজোয় মার্কসীয় স্টলে এক কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে খবর।

একুশের নির্বাচনে একটি আসনও পাননি তাঁরা। ২০১১ সালের পর থেকে ক্রমাগত সংগঠনে ঘটেছে রক্তক্ষরণ। সাংগঠনিক দুর্বলতা ঠেকানো যায়নি। তাই বারবার নানা কৌশল নিয়ে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ৩৪ বছরের শাসনে থাকা লালপার্টিকে। এখন বাংলা থেকে কোনও সদস্য নেই লোকসভাতেও। এই পরিস্থিতিতে দুর্গাপুজোয় মার্কসীয় স্টলে এক কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে খবর। সিপিআইএমের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। বই বিক্রির নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। কোটি টাকার উপর বামপন্থী ও সমকালীন রাজনীতি এবং মার্কসীয় সাহিত্যের নানা বই বিক্রি হয়েছে ওই স্টল থেকে।

উত্তর ২৪ পরগনা জেলা কমিটি দুর্গাপুজোয় স্টল দিয়ে ১০ লক্ষ টাকার বেশি বই বিক্রি করেছে। যা বেশ তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। গোটা রাজ্যে প্রায় ১,২০০ বইয়ের স্টল দিয়েছিল সিপিআইএম। প্রত্যেকবারই দুর্গাপুজোয় বুক স্টল করার জন্য সিপিআইএমের বিভিন্ন স্তরের কমিটিকে বইয়ের জোগান দেয় পার্টির প্রকাশনা সংস্থা ন্যাশনাল বুক এজেন্সি বা এনবিএ। স্টলগুলিতে লেখক হিসেবে এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলির বিক্রি ছিল সবচেয়ে বেশি।

এই বই বিক্রি ভাল সাড়া পেয়ে উজ্জীবিত রাজ্য নেতৃত্ব। এখন প্রশ্ন, তাহলে কী নতুন প্রজন্ম নেটদুনিয়া ছেড়ে মার্কসীয় সাহিত্যের বই পড়ছে?‌ এই বিষয়ে এক সিপিআইএম নেতা বলেন, ‘রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর ২৪ পরগনা। তাই এই জেলায় স্টলের সংখ্যাও বেশি। আর এখনও এই জেলায় সাংগঠনিক শক্তি রয়েছে আমাদের। তাই বেশি বই বিক্রি করা গিয়েছে।’‌

এই বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‌আসলে এখনও বাংলার শিক্ষিত সমাজের মধ্যে বামপন্থার একটা আলাদা জায়গা রয়েছে। তৃণমূল কংগ্রেস–বিজেপির জমানায় নির্বাচন মেরুকরণের জাঁতাকলে আটকে পড়েছে।’‌ পাল্টা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের স্টল গত কয়েক বছরে প্রচুর বেড়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের পাশাপাশি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত টি–শার্টও বিকিয়েছে প্রচুর। আসলে সিপিআইএম বা বামপন্থীদের অপ্রাসঙ্গিক হওয়ার কারণ খুঁজতে হয়তো কিছু মানুষ ওদের দলিল বা বইগুলি পড়তে চাইছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন ‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের ডাক্তারদের আন্দোলনে '২৩ জনের মৃত্যু', বলল রাজ্য, কাজে ফেরার নির্দেশ SC-র ফের অক্ষয়-প্রিয়দর্শন জুটি, ফিরছেন হরর কমেডি নিয়ে! কুণালকে সরাসরি চড় মারার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অভিনেত্রী, জবাব দিলেন নেতা ২০৩০ যুব অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিড করবে ভারত! জানালেন মনসুখ মাণ্ডভিয়া… এটা রাজনীতির মঞ্চ নয়!প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপের পদকের রঙ বদলানোয় বললেন কোচ RG কর-কাণ্ডের বিচার মিলিয়ে দিল ময়দানকে! ফের রাস্তায় তিন প্রধানের সমর্থকরা… আত্মতুষ্টি চলে আসলে আর কিছু শিখব না! বাংলাদেশ সিরিজে ডাক পেয়ে মন্তব্য আকাশ দীপের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.