ফের অভিনেতা - সাংসদ দেবের বিরুদ্ধে বোমা ফাটালেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার তাঁর দাবি, ঘাটালে সাংসদ কোটার টাকায় প্রকল্প পেতে কাটমানি দিতে হয় দেবকে। হিরণের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেব এখনো দেননি। ওদিকে হিরণের এই দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে।
এক সাক্ষাৎকারে হিরণ বলেন, সাংসদ কোটার প্রকল্প বরাদ্দ করতে ৩০ শতাংশ কাটমানি নেন দেব। এই টাকা দিলে তবেই প্রকল্প পাওয়া যায়। এই নিয়ে দেব বা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘হিরণদা যখন বলেছেন তখন ওনার কাছে নিশ্চই প্রমাণ রয়েছে। এর আগে উনি বলেছিলেন, এনামুলের টাকায় দেব সিনেমা বানিয়েছেন। তার প্রমাণ তো পাওয়া গিয়েছে। এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেবের অ্যাকাউন্টে ৫ কোটি টাকা পাঠানো হয়েছে। দেব যতটা সাধুপুরুষ সাজেন ততটা সাধুপুরুষ উনি নন।’
সম্প্রতি কালীপুজোর এক অনুষ্ঠানে যোগ দিয়ে হিরণ দাবি করেন, ‘বন্যায় ঘাটালের মানুষ যখন হাবুডুবু খায় তখন ঘাটালের সাংসদ দেব তাঁর গার্লফ্রেন্ড নিয়ে মালদ্বীপে ছুটি কাটায়। ঘাটালের মানুষের সমস্যা নিয়ে দেবের ভাবার সময় কোথায়? ২০১৪ সাল থেকে দেব ঘাটালের সাংসদ। সংসদে তাঁর উপস্থিতি ২০ শতাংশের নিচে।’ জবাবে ঘাটালে পৌঁছে দেব বলেন, ‘হিরণ আমার বন্ধু। আমি ওর এসব কথার কী জবাব দেব? আমি কী করেছি ঘাটালের মানুষ জানে। তবে পরিবারকে নিয়ে আক্রমণ না করলেই ভালো হয়।’ এবার দেবের বিরুদ্ধে হিরণের নতুন অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে।