দক্ষিণ দমদম পুরসভায় ডেঙ্গি সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় কাঠগড়ায় পুরসভার তৃণমূল কাউন্সিলর। কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে আজ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং তার লোকজন সুপারভাইজারকে মারধর করেছে বলে অভিযোগ। পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতাল ভর্তি করা হয়েছে ডেঙ্গি সুপারভাইজারকে।
ডেঙ্গি সুপারভাইজারের সহকর্মী দিপালী দাসের অভিযোগ, ‘আমাদের যাকে তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ করার জন্য আমরা কাউন্সিলরের কাছে গিয়েছিলাম। কিন্তু উনি আমাদের হুমকি দেন। প্রতিবাদ করায় মারধর করেন।’ যদিও এই কথা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডে। তিনি বলেন, ‘আমি এই ধরনের কোনও ঘটনার কথা জানিনা। উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কারও দ্বারা প্রভাবিত হয়ে ওরা এসব কথা বলতে পারেন। ডেঙ্গি সুপারভাইজার রিয়া খুব ভালো কাজ করেন। কাজে ফাঁকি দেওয়া নিয়ে আমাদের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা হয়েছে। তবে রিয়া আমার ছোট বোনের মতো। ওকে আমি কেন ধাক্কাধাক্কি বা মারধর করতে যাব!’
এ বিষয়ে দক্ষিণ দমদম পুরসভার পুর পরিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস বলেন, ‘এটি খুবই খারাপ লাগল। ডেঙ্গি এখন মাথা ছাড়া দিয়ে উঠছে। এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। যে বা যারা এই ধরনের কাজ করেছেন তা মোটেই ঠিক করেননি। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতিতে এই ধরনের কাজ একেবারে কাম্য নয়। আমি চেয়ারপার্সন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’ এ নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন।