বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দর আধুনিকীকণের কাজ দ্রুত শুরু হবে, খরচ হবে ১৮৫০ কোটি

Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দর আধুনিকীকণের কাজ দ্রুত শুরু হবে, খরচ হবে ১৮৫০ কোটি

বাগডোগরা বিমানবন্দর। 

বৃহস্পতিবার বাগডোগরা উপদেষ্টা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ রাজু বিস্তা। তবে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে ছিলেন না রাজ্যের কোনও প্রতিনিধি। রাজু বিস্তা জানিয়েছেন, রাজ্যের তরফে ১৬০ একর জমি দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে বাগডোগরা বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরের মাধ্যমে ৮ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করে থাকেন। তাই এই বিমানবন্দরকে আরও উন্নত করতে চাইছে কর্তৃপক্ষ। কিন্তু, জমি-জটের কারণে সেই বিমানবন্দর সম্প্রসারণের কাজ আটকে ছিল। তবে সম্প্রতি রাজ্য সরকার জমি দিতে রাজি হয়েছে। ফলে দ্রুত বিমানবন্দর আধুনিকীকরণের কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার বাগডোগরা উপদেষ্টা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ রাজু বিস্তা। তবে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে ছিলেন না রাজ্যের কোনও প্রতিনিধি। রাজু বিস্তা জানিয়েছেন, রাজ্যের তরফে ১৬০ একর জমি দেওয়া হয়েছে। নকশা তৈরির কাজ শেষ হলেই টেন্ডার ডেকে নতুন টার্মিনাল নির্মাণের কাজ হবে। তিন মাসের মধ্যে টেন্ডার ডাকা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই পুরো কাজের জন্য ১৮৫০ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে বলে তিনি জানান। এসবের পাশাপাশি বিমানবন্দর আধুনিকীকরণের জন্য আরও অনেক কাজ হবে যেমন ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম প্রযুক্তি, অ্যারো ব্রিজ তৈরির কাজ প্রভৃতি। এছাড়া, এক লক্ষ মিটার এলাকা জুড়ে টার্মিনাল করা হবে। কুয়াশা থাকলে কাজে দেবে। এর পাশাপাশি বিমানবন্দরের যাবতীয় পরিকাঠামোর উন্নয়ন করা হবে।

উপদেষ্টা কমিটির বৈঠকে রাজ্যের পক্ষ থেকে এদিন কোনও প্রতিনিধি না থাকায় কিছুটা অসন্তুষ্ট রাজু বিস্তা। তিনি বলেন, ‘ বিমানবন্দরের বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি থাকার প্রয়োজন ছিল। কারণ বিমানবন্দর পর্যন্ত বাস ট্রাফিক ব্যবস্থা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করার দরকার ছিল।’ তবে তাঁর আশা পরবর্তী বৈঠকে হয়তো রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে পাওয়া যাবে।

বন্ধ করুন