কাঁথি শ্মশান দুর্নীতি মামলায় বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ির চালককে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। শ্মশানের জমি বিক্রিতে তিনি আর্থিক তছরূপে যুক্ত বলে অভিযোগ আনা হয়েছে। সোমবার গভীর রাতে কাঁথির ক্যানাল পাড় থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর আগে সেচ দফতরে চাকরি দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ব্যবসায়ী রাখাল বেরাকে গ্রেফতার করেছিল পুলিশ। গত অগাস্টে তাঁকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট।
শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে কাঁথি শ্মশানের জমি বিক্রিতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, পুরপ্রধান থাকালীন কাঁথি শ্মশানের জমিতে অবৈধভাবে দোকারঘর তৈরি করেন সৌমেন্দু। টেন্ডার ছাড়াই তৈরি হয়ে যায় দোকানঘর। তার পর তা মোটা দামে বিক্রি হয়। যার কোনও রাজস্ব জমা পড়েনি কাঁথি পুরসভায়। এই মামলায় গত সপ্তাহেই সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৬ জুলাই পর্যন্ত এই মামলায় তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
এরই মধ্যে সোমবার রাতে সৌমেন্দুর গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিংয়ের বিরুদ্ধে আর্থিক তছরূপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, নিয়োগ দুর্নীতির ফাঁসে আটকে পড়ছেন শাসকদলের একের পর এক নেতা। গরুপাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। তার বদলা হিসাবে পুলিশকে দিয়ে সৌমেন্দুর গাড়ির চালককে গ্রেফতার করিয়েছে তৃণমূল। তবে এব্যাপারে অধিকারী পরিবারের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।