বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লকডাউনের মধ্যে জাতীয় সড়কে গ্রেফতার ২ মাদকপাচারকারী

লকডাউনের মধ্যে জাতীয় সড়কে গ্রেফতার ২ মাদকপাচারকারী

প্রতীকি ছবি

গোপন সূত্রে খবর পেয়ে এক ট্যাক্সি চালক-সহ দু’জনকে আটক করে তারা। তাদের কাছ থেকে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার মেলে।

লকডাউনের মধ্যেই ব্রাউন সুগার পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই যুবক। জানা গেছে, ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় পুলিশের কাছে আটক ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে ধরে কালিয়াচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা, নাম মোহাম্মদ মিন্নাতুল্লাহ। এবং অন্যজন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার বাসিন্দা পঙ্কজ দে। তাদের কালিয়াচকের হাতিমারি ময়দান এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

লকডাউন চলাকালীন সোমবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলাচ্ছিলেন কালিয়াচক থানার পুলিশ আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে এক ট্যাক্সি চালক-সহ দু’জনকে আটক করে তারা। তাদের কাছ থেকে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার মেলে। যার আনুমানিক বাজারদর কয়েক লক্ষ টাকা। তখনই গ্রেফতার করা হয় তাদের। মালদহ শহরে ওই মাদক পাচার হচ্ছিল বলে জানা যায়।

সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।


বন্ধ করুন