বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Duare Sarkar: ১ সেপ্টেম্বর থেকে শুরু দুয়ারে সরকার, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা

Duare Sarkar: ১ সেপ্টেম্বর থেকে শুরু দুয়ারে সরকার, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা

১ সেপ্টেম্বর থেকে শুরু দুয়ারে সরকার

১ সেপ্টেম্বর রাজ্য দুয়ারের সরকার শুরু হচ্ছে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন সরকারি পরিষেবার জন্য নাম নথিভুক্ত করা যাবে দুয়ারে সরকারের শিবিরে।

ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকরা যদি বিপদে পড়েন তবে তাঁর পবিবারের খেয়াল রাখবে রাজ্য সরকার। সোমবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারে পরিযায়ী শ্রমিকরা তাঁদের নাম ও ঠিকানা-সহ অন্যান্য তথ্য নথিভুক্ত করতে পারবেন। সেই তথ্য থেকে পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়াবে রাজ্য সরকার।

মাস কয়েক আগেই করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাজ্যের বহু পরিযায়ী শ্রমিকের। তাই নিয়ে রাজ্যকে নিশানা করে বিরোধীরা। সম্প্রতি মিজোরামে ব্রিজ ভেঙে রাজ্যের ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাই এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে পরিযায়ী শ্রমিকদের কথা। মমতা বলেন যাঁরা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাঁদের হিসাব যাতে রাজ্যের কাছে থাকে তার জন্য দুয়ারে সরকারের শিবিরে পরিযায়ী শ্রমিকদের নিজেদের তথ্য দিয়ে যেতেন বলেন। তিনি বলেন, তালিকায় নাম থাকলে রাজ্যের সুবিধা হবে করা বাইরে যাচ্ছেন তার হিসাব রাখতে। তিনি যদি কোনও বিপদে পড়েন তবে তাঁর দ্রুত খোঁজ পাওয়া এবং তাঁর পরিবারকে সাহায্য করতে সুবিধা হবে।

(পড়তে পারেন। ‘ডিসেম্বরে না পার্লামেন্ট ভোট ঘোষণা করে দেয়’! টিএমসিপি-র সভায় বড় দাবি মমতার)

(পড়তে পারেন। পশ্চিমবঙ্গ দিবস কবে? ঠিক করতে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলে যাচ্ছে না বিরোধী দলগুলি)

তিনি এদিন বলেন, 'আমাদের রাজ্যের শ্রমিকরা মারা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে। কেউ পড়তে, কাজ করতে বাইরে যেতে চাইলে রাজ্যের পক্ষে আটকানো সম্ভব নয়। আমাদের রাজ্যের মানুষের হাতের কাজ ভাল। শ্রমিকদের টাকার লোভ দেখিয়ে নিয়ে যায়, নিরাপত্তার কথা ভাবে না।' তিনি আরও বলেন, 'সামাজিক নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সারা দেশে প্রথম।'

১ সেপ্টেম্বর রাজ্য দুয়ারের সরকার শুরু হচ্ছে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন সরকারি পরিষেবার জন্য নাম নথিভুক্ত করা যাবে দুয়ারে সরকারের শিবিরে।

বন্ধ করুন