বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গাড়ির ধাক্কায় কন্সটেবলের মৃত্যু, আহত ২ সিভিক ভলান্টিয়ার

গাড়ির ধাক্কায় কন্সটেবলের মৃত্যু, আহত ২ সিভিক ভলান্টিয়ার

নিহত রাজীব বড়ু

শনিবার রাতে কোকওভেন থানার পচা ক্যানাল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। দায়িত্বে ছিলেন রাজীব বড়ু নামে ওই পুলিশ কর্মী ও দুই সিভিক ভলান্টিয়ার। তখনই একটি চার চাকা যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মী এবং দুই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে।

নাকা চেকিং এর সময় ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু কোকওভেন থানার কর্তব্যরত কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম রাজীব বড়ু (৩৮)। বাঁকুড়ার হরিরামপুরের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় আরও এক সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাতে কোকওভেন থানার পচা ক্যানাল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। দায়িত্বে ছিলেন রাজীব বড়ু নামে ওই পুলিশ কর্মী ও দুই সিভিক ভলান্টিয়ার। তখনই একটি চার চাকা যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মী এবং দুই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে।

আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাজীব বড়ুকে সিভিক ভলান্টিয়ারর সোমনাথ থান্ডারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রাজীব বড়ুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আরো এক সিভিক অল্পবিস্তর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।

 

বন্ধ করুন