ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রেমিকা সেজে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শঙ্খ মণ্ডল নামে ওই যুবককে আটক করেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পুলিশ। অভিযোগকারীর দাবি, মহিলাকণ্ঠ নকল করে তাঁর কাছ থেকে দফায় দফায় ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ওই যুবক। অপরাধের কথা কবুল করেছেন অভিযুক্ত শঙ্খ মণ্ডল।
অভিযোগকারী জানিয়েছেন, মাস কয়েক আগে চন্দ্রকোণার বাসিন্দা এক তরুণীর সঙ্গে ফেসবুকে তাঁর পরিচয় হয়। কথায় কথায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এর পর তরুণীর সঙ্গো ফোনালাপ শুরু করেন তিনি। প্রণয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হন তরুণী। কিছুদিন পর তরুণী জানান, পারিবারিক সমস্যা মেটাতে তাঁর কিছু টাকার প্রয়োজন। টাকা দিতে এগিয়ে আসেন যুবক। এর পর থেকে দফায় দফায় তরুণীকে অনলাইনে প্রায় ৯০ হাজার টাকা নেন তরুণী। কিন্তু কিছুতেই যুবকের সঙ্গে দেখা করতে চাইছিলেন না তিনি। নিজে দেখা করতে রাজি না হলেও ভাইকে তিনি দেখা করতে পাঠাতে রাজি বলে জানান।
শুক্রবার যুবকের সঙ্গে দেখা করতে আসেন তরুণীর ভাই। তখন যুবক তাঁকে দিদির সঙ্গে কথা বলিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু কিছুতেই দিদির সঙ্গে কথা বলিয়ে দিতে রাজি ছিলেন না ওই যুবক। এর পরে ক্রমশ চাপের মুখে গোটা কারসাজি স্বীকার করে নেন তিনি।
অভিযুক্ত শঙ্খ মণ্ডল জানান, তিনিই ফেসবুকে ফেক প্রোফাইল খুলে ও নারীকণ্ঠ নকল করে প্রতারণা করেছেন। এর পর যুবককে দাসপুর থানার হাতে তুলে দেন অভিযোগকারী।
দাসপুর থানা সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সাইবার ক্রাইম থানাকে জানানো হয়েছে। এই চক্রে আর কেকে যুক্ত জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। তবে এখনই তাঁকে গ্রেফতার করেননি তদন্তকারীরা।