নির্মাণাধীন নতুন ফরাক্কা সেতু দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে কাঠগড়ায় তুললেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুর। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, কাটমানি নিয়ে বরাত দেওয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল। তাই ভেঙে পড়েছে সেতু।
গত রবিবার গার্ডার লঞ্চিয়ের সময় দুর্ঘটনা ঘটে নির্মীয়মান ফরাক্কা সেতুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডারটি। ঘটনায় ৩ জনের মত্যু হয়েছে। আহত অন্তত ৫।
এই ঘটনার তদন্তে নেমেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কী করে গার্ডার ভেঙে পড়ল তা জানতে তদন্তে নেমেছেন বিশেষজ্ঞরা। ওদিকে সমান্তরাল তদন্ত চালাচ্ছে পুলিশও। বুধবার ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা। কার গাফিলতিতে দুর্ঘটনা খুঁজে বার করবেন তাঁরা।
ওদিকে স্থানীয়দের দাবি, নির্মাণসামগ্রীতে ভেজাল ছিল। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল। তাই গার্ডার লঞ্চিংয়ের ৪ দিন আগেই পিয়ারে ফাটল ধরা পড়ে। কিন্তু তাকে গ্রাহ্য করেননি ইঞ্জিনিয়াররা।
সাইট ইঞ্জিনিয়ারের আবার দাবি, সেতুর নকশায় গলদ রয়েছে। বারবার তা কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। এরই মধ্যে নিজেদের ওপর চাপ খানিকটা কমাতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সারা রাজ্যজুড়ে কাটমানি নিয়ে ধাওয়া খেয়ে এখানে বিজেপিকে সেই অস্ত্রেই বেঁধার চেষ্টায় রয়েছে তরা।