বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sandeshkhali Portest: শাহজাহানের তুঘলকি কাণ্ড! কৃষকবিদ্রোহের আঁচে প্রতিরোধের ব্যারিকেড সন্দেশখালিতে

Sandeshkhali Portest: শাহজাহানের তুঘলকি কাণ্ড! কৃষকবিদ্রোহের আঁচে প্রতিরোধের ব্যারিকেড সন্দেশখালিতে

শাহজাহান বাহিনীর দখল করে নেওয়া জমি। (বামদিকে) সন্দেশখালির থানার সামনে মহিলাদের বিক্ষোভ (ডানদিকে) (নিজস্ব চিত্র)

বৃহস্পতিবার দিনও ওই দুজনকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হয়েছে সন্দেশখালি থানার সামনে। বাঁশ লাঠি নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। যাঁদের অধিকাংশই আদিবাসী।

সন্দেশখালি: সন্দেশখালির বেড়মজুর কাছারি গ্রাম। ঘাট থেকে খানিকটা এগোলেই রাস্তার ডানদিকে রয়েছে একটা স্তম্ভ। যদিও সেটি চোখে পড়ার কথা নয়। গ্রামবাসীরা বলে না দিলে বোঝা যাবে না ওটি তেভাগার শহিদের স্মৃতিতে তৈরি স্তম্ভ। ইট বেরিয়ে রাস্তার একপাশে পড়ে রয়েছে। বাম আমলে তৈরি। তেভাগার সংগ্রামে প্রাণ দেওয়া এলাকার তিন শহিদ রবিরাম, রতিরাম ও চামুবিশালের স্মৃতির উদ্দেশে। ফলকটি খুলে পড়ে যাওয়ায় গ্রামবাসীরা সেটি তুলে অন্যত্র রেখেছেন।

শহিদ বেদিটির পিছনেই একটি ভাঙাচোরা বেড়ার বাড়ি। গ্রামবাসীরা জানালেন, গত পঞ্চায়েত ভোটে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে।

কারা ভেঙেছে?

জাহাঙ্গির ডাক্তারের লোকেরা।

কে জাহাঙ্গির ডাক্তার?

শেখ শাহজাহানের ভাই।

কেন ভাঙল?

যাদের মনে হয়েছে একটু অন্য দিকে ঝুঁকেছে, মানে বিজেপির দিকে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

আরও একটু এগোতেই কিছু জমি দেখিয়ে গ্রামবাসীরা বললেন, 'ওই যে জমিগুলি দেখছেন সব আদিবাসীদের জমি। বাম আমলে পাট্টা পায় আদিবাসীরা। ওই জমিতে চাষবাস করে খেতেন তারা। সব জমি দখল নেওয়া হয়েছে ভেড়ি করার জন্য। উচু পাড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জমিগুলিকে।' বিঘের পর বিঘে জমি দখল নেওয়া হয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন।

এই ছবিটা সন্দেশখালির প্রায় সর্বত্র। প্রথমে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমিকে নষ্ট করে দেওয়া। তার পর মাছের ভেড়ি করার জন্য জমি লিজ নেওয়া। প্রথম দিকে এক দুবার লিজের টাকা দেওয়া হল। পরে বন্ধ করে দেওয়া হয় লিজের টাকা। প্রতিবাদ জানালে মার খেতে হয়। বাড়ির মেয়েরাও বাদ যায়নি। গ্রামবাসীদের কথায়, এই ভাবেই ফুলে ফেঁপে উঠেছে শেখ শাহজাহান।

<p>বেড়মজুর কাছারি তেভাগা আন্দোলনের শহিদ বেদী।  (নিজস্ব চিত্র)</p>

বেড়মজুর কাছারি তেভাগা আন্দোলনের শহিদ বেদী।  (নিজস্ব চিত্র)

সেই শাহজাহানের রাশ আলগা হতেই, গ্রামবাসীরা প্রতিবাদের সরব হয়েছেন। অভিযোগ উঠেছে শাহজাহানের দুই সহযোগী উত্তম সর্দার ও শিবপদ হাজরার বিরুদ্ধে। বুধবার  গ্রামবাসীদের হাতে মারও খেয়েছেন উত্তম সর্দার। তাঁকে আটকে রাখা হয়েছিল একটি ঘরে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

বৃহস্পতিবার দিনও ওই দুজনকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হয়েছে সন্দেশখালি থানার সামনে। বাঁশ লাঠি নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। যাঁদের অধিকাংশই আদিবাসী। শুধু জমি দখল নয়, আবাস যোজনার বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা করে চাওয়ার অভিযোগ করেন তাঁরা।

এই অন্দোলনের জন্য পুরো সন্দেশখালি কার্যত শুনশান। কয়েকটি মোড়ে দেখা গেল গ্রামবাসীরা লাঠি হাতে জমায়েত হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর মঙ্গলবার তৃণমূলের তরফে অবস্থা বিক্ষোভ করা হয়। পরে মিছিল বের করলে, মিছিলকে উদ্দেশ করে ছুটে আসে গ্রামবাসীদের কটুক্তি-হুমকি। মিছিলে এক মহিলার শ্ললতাহানীর চেষ্টা হলেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। বিপদ বুঝে শাজাহানের দলবল পালানোর চেষ্টা করে। অনেকে আবার নদী সাঁতরে পালানোর চেষ্টা করে। উত্তম সর্দারকে আটকেও রাখা হয়।

পড়ুন। সন্দেশখালিতে ফের জ্বলল ক্ষোভের আগুন, পুড়ে ছাই TMC নেতার মুরগির খামার

তৃণমূলের অভিযোগ, বিজেপি ও সিপিএমের মদতে এই সব বিক্ষোভ। গ্রামীবাসীদের কথায়,'শাহজাহান ও তাঁর বাহিনী দপাদাপি আর দুনীর্তিতে সাধারণ মানুষ বিরক্ত। তাঁর সেই ফাঁস থেকে বেরিয়ে আসতে চাইছেন।'

আন্দোলনে আসা এক মহিলার বলেন, 'আমরাও তো তৃণমূল করি। আমরা দিদিকে দেখে ভোট দিয়েছি। কিন্তু শাহজাহান বাহিনী আমাদের জমি কেড়ে নিয়েছে। আবাস যোজনার বাড়ি জন্য এক লাখ টাকা চায়। আমাদের ছেলেগুলোকে নেশা ধরিয়েছে। এ সব দিদি বলে দিয়েছে?'

সন্দেশখালিতে এই বিক্ষোভ যখন হচ্ছে তখন রাজ্য বিধানসভায় বাজেট পেশ চলছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে ১০০০ করা। ৫০ দিনের কর্মপ্রকল্প একগুচ্ছ জনমুখী প্রকল্পের। সেই সব প্রকল্পে সন্দেশখালির মতো এলাকায় এসে নাগালের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের। ফুলে ফেঁপে উঠছে শেখ শাহজাহানদের মতো কিছু লোক। গ্রামীবাসীদের এই আন্দোলন সেটাই স্পষ্ট করছে।

বাংলার মুখ খবর

Latest News

SRH প্লে-অফ নিশ্চিত করায় ছিটকে গেল DC, ধোনিদের সামনেও দুইয়ে ওঠার সুযোগ উত্তরীয় পরিয়ে বরণ করে ঘরে তুলেছিলেন অভিষেক, সেই অর্জুনকেই বললেন ‘ভিজে বেড়াল’ নাওমি থেকে আনিয়া টেলর-জয়, কানের রেড কার্পেটের দ্বিতীয় দিনে নজর কাড়লেন যারা ফের অসুস্থ মিঠুন! কল্যাণের প্রাক্তন জামাইয়ের প্রচারে রোড শো-তে গরহাজির মহাগুরু 'বদলা নেব…ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়', কী বললেন মমতা 'তুমি কত টাকায় বিক্রি হও?...মমতা ব্যানার্জি মহিলা তো', বক্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী সরকার যেন স্লিপিং পার্টনার, সব লাভ নিয়ে যাচ্ছে- বক্তব্য দালালের , নির্মলা বললেন… শরমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সলমন! অভিনেত্রীর উত্তর শুনে অবাক নেটপাড়া পাকিস্তানে বড়া পাও বিক্রি করছেন 'কবিতা দিদি'! করাচির চোখের মণি এই হিন্দু মেয়ে

Latest IPL News

নমস্কার,ধন্যবাদ, সুপ্রভাত- স্পষ্ট উচ্চারণে অনর্গল বাংলা বলে চলেছেন নারিন- ভিডিয়ো T20 বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দৃষ্টিহীন ও বধিররাও! ভারতে নেওয়া হল বিশেষ উদ্যোগ IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? অন্যদের কপাল পোড়াব! CSK-র সামনে সুযোগ আসার পরেই ভাইরাল প্রাক্তনী কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.