HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা, হলদিয়া বন্দরে আটকে বিদেশি জাহাজ

শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা, হলদিয়া বন্দরে আটকে বিদেশি জাহাজ

ওই বিক্ষোভে আন্দোলনকারী শ্রমিকদের মারধর করার অভিযোগও উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা, হলদিয়া বন্দরে আটকে বিদেশি জাহাজ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দু’দিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে হলদিয়া বন্দরে। বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরের কার্গোপুলের শ্রমিকদের কর্মবিরতির জেরে বন্দরের জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ হয়ে যায়। ওই বিক্ষোভে আন্দোলনকারী শ্রমিকদের মারধর করার অভিযোগও উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার এই নিয়ে বন্দরে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার সংস্থার পক্ষ থেকে হলদিয়া থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। যার ভিত্তিতে শেখ আজাদ (বাবলু) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃত ব্যক্তি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ–সভাপতি তথা হলদিয়ার পুর–পারিষদ (ক্রীড়া) শেখ আসগর আলির অনুগামী বলে খবর।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকাদার সংস্থা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ম মতো মেটাচ্ছে না। অথচ তাঁদের বেতন থেকে সেই টাকা কেটে নেওয়া হচ্ছে। বেতনের চুক্তিও মানা হচ্ছে না। বৃহস্পতিবার ঠিকাদার সংস্থার অফিসে এই বিষয়ে কথা বলতে গিয়ে শ্রমিকরা আক্রান্ত হয়েছেন। এরা সবাই শেখ আজাদের লোকজন হিসেবে পরিচিত। তাঁরা অভিযোগ করেন, একটি গাড়িতে করে বহিরাগত দুষ্কৃতীরা এসে রড দিয়ে মারধর করেছে। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে এবং খুনের হুমকি দিয়েছে। কয়েকজন শ্রমিক জখম হয়ে হাসপাতালে ভরতি। এর প্রতিবাদে সরব হন শ্রমিকরা। কার্গোপুলের প্রায় ১,০০০ শ্রমিক বন্দরের এক নম্বর গেট থেকে মিছিল করে হলদিয়া থানায় গিয়ে ঘেরাও করেন।

বন্দর প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার রানিচকে বন্দরের প্রশাসনিক ভবনে স্মারকলিপি দিতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। দীর্ঘদিন ধরে কাজ করে আসা ওই অস্থায়ী শ্রমিকদের সুপারভাইজার হিসাবে নিয়োগের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা। অভিযোগ, স্মারকলিপি দিয়ে ফেরার পথে ওই অস্থায়ী শ্রমিকদের উপর দুষ্কৃতীরা চড়াও হয়। কয়েকজনকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

ওই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বাকি শ্রমিকেরা ওই দিন বিকেল থেকে বন্দরে কাজ বন্ধ করে দেন। ওই শ্রমিকেরা হলদিয়া বন্দরের ২, ৮, ৪ বি–সহ একাধিক বার্থে পণ্য ওঠানো–নামানোর কাজ করেন। তাঁরা বিক্ষোভ শুরু করায় এবং কর্মবিরতির জেরে হলদিয়া বন্দরে চারটি জাহাজও আটকে পড়ে। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (ট্র্যাফিক) অভয় মহাপাত্র বলেন, ‘‌বন্দর কর্তৃপক্ষ সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই শ্রমিকদের সঙ্গে একদফা কথা বলেছি। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন বেতন বাড়ানো হয়নি। তাই শ্রমিকদের কাছে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে। ঠিকাদার সংস্থার শ্রমিকদের বিক্ষোভের জেরে বন্দরের ৩, ৬ ও ১০ নম্বর বার্থে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। ফলে দু’টি লৌহ আকরিকের জাহাজ ও একটি উড পাল্পের জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ থমকে রয়েছে।’‌

ওই সংস্থার মালিক আসগর আলির বাবা শেখ মোজাফফর। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে বাইরে ছিলাম। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকজন দুষ্কৃতি অস্থায়ী শ্রমিকদের মারধর করেছে বলে শুনেছি। তারপর শ্রমিকেরা কাজ করেননি। ফলে একাধিক বার্থে চাল, কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ পড়ে রয়েছে।’ শুক্রবার অস্থায়ী শ্রমিকদের সঙ্গে বন্দর আধিকারিকেরা বৈঠক করেন। শেষে শুক্রবার রাতে কর্মবিরতি ওঠে বলে হলদিয়া বন্দর প্রশাসন সূত্রের খবর। তবে এই ঘটনায় পণ্যবোঝাই করতে আসা বিদেশি জাহাজ দাঁড়িয়ে রয়েছে।

উদ্বাস্তু ও বন্দরে কর্মরত অবস্থায় মৃতদের পরিবারের লোকজন চাকরির দাবিতে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ার ঘেরাও করেন। ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) নেতৃত্বে উদ্বাস্তু ও মৃতদের পরিবারের লোকজন মিছিল করে গিয়ে ডেপুটেশন দেন। মিছিলে নেতৃত্ব দেন বন্দরের বিএমএস নেতা প্রদীপ বিজলি, সদ্য সিপিএম থেকে বিজেপিতে আসা বিধায়ক তাপসী মণ্ডল। প্রদীপবাবু বলেন, ‘‌বন্দরে বিভিন্ন শূন্যপদে এদের নিয়োগ করা হোক। যদি মৃতদের পরিবারের কাউকে চাকরিতে নিয়োগ সম্ভব না হয়, তাহলে মুম্বই বন্দরের মতো তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।’‌

বাংলার মুখ খবর

Latest News

বারাণসী থেকে ১৪ মে মনোনয়ন জমা মোদীর! শাস্ত্রমতে ওই দিন পড়ছে কোন শুভ তিথি? দেবগুরুর বৃষে অবস্থান, রাশি অনুযায়ী করুন এইকাজ, আর্থিক সমৃদ্ধির সঙ্গে হবে উন্নতি ১১টি ম্যাচের মধ্যে দশটিতেই টসে হার, ২বছর আগের RR-এর অবাঞ্ছিত নজির ছুঁল রুতুর CSK নূপুর শর্মাকে খুনের হুমকি, গুজরাট থেকে গ্রেফতার মৌলবী, মোবাইলে এসব কী পেল পুলিশ! ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান লোডশেডিং–ভোল্টেজ সমস্যায় জেরবার শহরের বাসিন্দারা, উদ্যোগ নিলেন মেয়র ভারতের ওই গ্রামে অনেক পুরুষেরই নাম ‘সোনিয়া,’ কারণ জানলে অবাক হয়ে যাবেন কম TRP-র জন্যই তাড়াতাড়ি ঝাঁপ বন্ধ দাদাগিরির? সৌরভের দরাজ প্রশংসা পরিচালকের ভাইপোকে প্রথমবার ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী, বললেন খুব কাঁচা স্ক্রিপ্ট ‘তেজস্বী সূর্য মাছ খান’, নাম গুলিয়ে ফেলে বললেন কঙ্গনা! খোঁচা তেজস্বী যাদবের

Latest IPL News

‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ