বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Extra marital affairs: FB’তে প্রেম, সংসার ছেড়েছিলেন গৃহবধূ, প্রেমিকের সঙ্গে দেখা হতেই স্বপ্নভঙ্গ!

Extra marital affairs: FB’তে প্রেম, সংসার ছেড়েছিলেন গৃহবধূ, প্রেমিকের সঙ্গে দেখা হতেই স্বপ্নভঙ্গ!

প্রেমিকের টানে স্বামীর সংসার ছাড়লেন গৃহবধূ। প্রতীকী ছবি।

সেইমতোই স্বামীর সংসার ছেড়ে গত মাসে আচমকা ছোট্ট মেয়েকে নিয়ে উধাও হয়ে যান ওই গৃহবধূ। অনেক খোঁজাখুঁজি করেও কোনও হদিস না পেয়ে পুলিশের দ্বারস্ত হন গৃহবধূর স্বামী। এরপর পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে দত্তপুকুর থানা এলাকায় মেয়ের সঙ্গে রয়েছেন ওই গৃহবধূ।

ফেসবুকে পরিচয়, তারপরে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল গৃহবধুর। ভালোবাসার মানুষটির সঙ্গে থাকতে চেয়ে স্বামীর ঘর ত্যাগ করেছিলেন গৃহবধূ। কিন্তু, প্রেমিকের সামনাসামনি হতেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল গৃহবধুর। শেষমেষ পুলিশের তৎপরতায় ওই মহিলা স্বামীর ঘরে ফিরলেন।

কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৪০-এর ওই গৃহবধূ স্বামী এবং সন্তানের সঙ্গে হুগলির মগড়া থানায় থাকেন। ক্রমে স্বামী ও স্ত্রী'র সম্পর্কে উষ্ণতা কমতে থাকে। আর তারপরেই মাসখানেক আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধুর। ক্রমে তাঁদের সম্পর্ক গাঢ় হয় এবং তা থেকেই প্রেম। প্রেমিকের সঙ্গে ঘর বাধার স্বপ্নে স্বামীর সংসার ছেড়ে দিতে চেয়েছিলেন গৃহবধূ। সেইমতোই স্বামীর সংসার ছেড়ে গত মাসে আচমকা ছোট্ট মেয়েকে নিয়ে উধাও হয়ে যান ওই গৃহবধূ। অনেক খোঁজাখুঁজি করেও কোনও হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন গৃহবধূর স্বামী। এরপর পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে দত্তপুকুর থানা এলাকায় মেয়ের সঙ্গে রয়েছেন ওই গৃহবধূ। এরপর সেখান থেকে ওই মহিলা এবং তাঁর মেয়েকে উদ্ধার করে বৃহস্পতিবার চুঁচুড়া থানায় পেশ করে পুলিশ।

কিন্তু প্রেমিকের সঙ্গে কেন থাকলেন না তিনি?

পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসা করে জানতে পারে ওই যুবকের সঙ্গে বেশ কয়েক মাস ধরে ফেসবুকে প্রেম হলেও মুখোমুখি কোনওদিন দেখা হয়নি মহিলার। তিনি যখন ঘরবাড়ি ছেড়ে প্রেমিকের কাছে যান তখনই তিনি দেখেন তার প্রেমিক আসলে ২০ বছরের এক যুবক। এতেই মন ভেঙে যায় গৃহবধুর। তিনি তৎক্ষণাৎ যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। কিন্তু বাড়ি থেকে পালিয়ে আসায় লোকলজ্জার ভয়ে আর তিনি ফিরে যেতে পারেননি। পরে দত্তপুকুরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মন ভেঙে যাওয়ায় এখন এই গৃহবধূ আবার স্বামীর সঙ্গেই সংসার করতে চাইছেন।

বন্ধ করুন